Breaking




Tuesday, 1 August 2023

রাজ্যে ১১টি নতুন নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, কোথায় কোথায় জেনে নিন

রাজ্যে ১১টি নতুন নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার,কোথায় কোথায় জেনে নিন

রাজ্যে ১১টি নতুন নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার
রাজ্যে ১১টি নতুন নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার
ডিয়ার নার্সিং ছাত্রছাত্রী,
আজকে তোমাদের জন্য যে সুখবরটি দিয়ে চলেছি সেই খবরটি দেখার পর তোমাদের এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবার চেষ্টা দ্বিগুণ হয়ে যাবে। আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো পশ্চিমবঙ্গে ১১টি নতুন নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে আমরা আলোচনা করবো কোথায় কোথায় এই কলেজ গুলি খুলা হবে। 
তাই তোমরা যারা এই কোর্সে ভর্তি হবার জন্য প্রস্তুতি নিচ্ছো অবশ্যই তোমরা একবার হলেও মনোযোগ সহকারে সম্পূর্ণ পোস্টটি চোখ বুলিয়ে নাও।

দেশ জুরে এই নার্সিং-এ পড়ার জন্য ছেলে মেয়েদের পড়ার চাহিদা অনেক বেশি এবং পরপর এই চাহিদা বিপুল পরিমানে বৃদ্ধি পাচ্ছে এবং অনেক তরুন তরুণী সঠিক এবং ভালো প্রশিক্ষণ না থাকার কারণে দেশের চাকরী ছেড়ে বিদেশে ছলে যাচ্ছে এই সমস্থ কারণে এই দিক গুলি মাথায় রেখে ২০২৩-২৪ আর্থিক বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছিলেন, দেশজুড়ে ১৫৭টি নতুন সরকারি মেডিক্যাল কলেজে নার্সিং কলেজ তৈরি করা হবে। যার জন্য মোট বরাদ্দ আছে ১৫৭০ কোটি টাকা

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত জানাল, এর মধ্যে পশ্চিমবঙ্গে তৈরি হবে ১১টি নার্সিং কলেজ। একটি কলেজে নার্সিং প্রশিক্ষণের সুযোগ পাবেন মোট ১০০ জন শিক্ষার্থী। পড়ানো হবে বিএসসি (নার্সিং) কোর্স। প্রতিটি নার্সিং কলেজ পিছু কেন্দ্রের খরচ হবে ১০ কোটি টাকা

রাজ্যের কোথায় কোথায় তৈরি হবে নার্সিং কলেজগুলি ?
লুবেড়িয়া, বারাসাত, ডায়মন্ড হারবার, আরামবাগ, বীরভূমের (রামপুরহাট), ঝাড়গ্রাম, কোচবিহার, উত্তর দিনাজপুরের (রায়গঞ্জ), পুরুলিয়া, তমলুক, জলপাইগুড়িতে। 

তাই তোমরা যারা নিজের আসে পাশে কলেজ না থাকার কারণে এবং সিট সংখ্যা কম থাকার কারণে প্রস্তুতি নিতে চাই ছিলেনা তোমরা অবশ্যই নিজেক প্রস্তুত করো এবং যারা বিশেষ করে  এই বছর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো অবশ্যই তোমরা আরও ভালোভাবে নিজেকে প্রস্তুত করে তোল।

No comments:

Post a Comment