রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে DEO পদে নিয়োগের বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন শুরু
আমার স্নেহের ছাত্র ছাত্রীরা তোমাদের জন্য আমরা আজকে নিয়ে হাজির হয়েছি, একটি অন্যরকম চাকরীর খবর নিয়ে, যে খবরটিতে রয়েছে প্রচুর শূন্যপদ। তাই তোমরা যারা পোস্টটির টাইটেল দেরে এই পদে আবেদনের ইচ্ছা যাচ্ছে বা পোস্টটি একবার হলেও দেখার ইচ্ছা যাচ্ছে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখে নাও পোস্টটির মধ্যে কি কি দেওয়া আছে এবং কীভাবে আবেদন করতে হবে।
❏ পদের নাম ➥ ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
❏ মোট শূন্যপদ ➥ ২,৯২২ টি
❏ মাসিক বেতন ➥ নোটিফিকেশন টিতে বেতনের কথা উল্লেখ নেই,তবে সরকারী নিয়ম অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
❏ বয়সসীমা ➥ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।
❏ শিক্ষাগত যোগ্যতা ➥ এই পদে আবেদনের জন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
❏ অন্যান্য যোগ্যতা ➥
- কমপক্ষে ৬ মাসের কম্পিউটার কোর্স করা থাকতে হবে।
- আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
❏ গুরুত্বপূর্ণ তারিখ ➥
আবেদন শুরু | আবেদনের শুরু এবং শেষের তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। |
❏ আবেদন পদ্ধতি ➥ প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মধ্যমে আবেদন করতে পারবে।
❏ নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থীদের নিয়োগ করে হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ-এই ৩টি ধাপের মাধ্যমে।
❏ গুরুত্বপূর্ণ লিংক ➥
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
No comments:
Post a Comment