Breaking




Wednesday 15 March 2023

গ্রাজুয়েশন পাশে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ, বেতন ১,৪২,০০০ টাকা

গ্রাজুয়েশন পাশে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ, বেতন ১,৪২,০০০ টাকা

ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ
ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ
আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের জন্য আমরা আজকে নিয়ে হাজির হয়েছি একটি অন্যরকম চাকরীর খবর নিয়ে। আমরা আজকে শেয়ার করছি Income Tax Sports Quota Recruitment 2023 এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে আমরা শেয়ার করছি সমস্থ গুরুত্বপূর্ণ তথ্য গুলি, যে তথ্য গুলি তোমাদের এই বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য কাজে আসবে। 
সুতরাং তোমরা অবিলম্বে নীচের সম্পূর্ণ তথ্য গুলি ভালোভাবে দেখে নাও এবং নিজেকে উল্লেখিত পদ্ধতিতে আবেদন করে দাও। 

পদের নাম ➥ 
  1. Inspector
  2. Tax Assistant
  3. MTS 
মোট শূন্যপদ ➥ ৭১টি

শূন্যপদ বিন্যাস ➥ 
  1. Inspector - ১০টি
  2. Tax Assistant - ৩২টি
  3. MTS - ২৯টি
মাসিক বেতন ➥ 
  1. Inspector - ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,০০০ টাকা
  2. Tax Assistant - ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা
  3. MTS - ১৮,০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা
বয়সসীমা  ➥ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী
  1. Inspector - ১৮ থেকে ৩০ বছর এর মধ্যে
  2. Tax Assistant - ১৮ থেকে ২৭ বছর এর মধ্যে
  3. MTS - ১৮ থেকে ২৫ বছর এর মধ্যে
শিক্ষাগত যোগ্যতা
  1. Inspector - প্রার্থীকে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ সহ খেলাধুলা সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
  2. Tax Assistant - প্রার্থীকে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ, খেলাধুলা এবং Typing Speed সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
  3. MTS - প্রার্থীকে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ সহ খেলাধুলা সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু ৬ই ফেব্রুয়ারী ২০২৩
আবেদন শেষ ২৪শে মার্চ ২০২৩

আবেদন পদ্ধতি ➥ প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থীদের নিয়োগ করা হবে 1) Shortlisting, 2) Sports Trials, 3) Document Verification, 4) Interview এই চারটি পর্যায়ে। 

কীভাবে আবেদন করতে হবে ➥ তোমরা যারা এই পদ গুলির জন্য আবেদন করতে চাও, প্রথমে তোমরা নীচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি প্রিন্ট আউট করবে। তারপর সঠিকভাবে পূর্ণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি যুক্ত করে একটি মুখ বন্ধ খামের মধ্যে দিয়ে নির্দিষ্ট সময়ের আগে পাঠিয়ে দিতে হবে। 

আবেদনের ঠিকানা ➥ Commissioner of Income Tax (Admin and TPS), O/o Principal Chief Commissioner of Income Tax, Karnataka and Goa Region, Central Revenue Building, No. 1, Queens Road, Bengaluru, Karnataka- 560001

আবেদন মূল্য ➥ UR/OBC প্রার্থীদের জন্য ১০০ টাকা এবং ST/SC/PWD/Women/Ex-Serviceman প্রার্থীদের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবেনা। 

গুরুত্বপূর্ণ লিংক ➥ 

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

No comments:

Post a Comment