মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাশে SSC এর মাধ্যমে প্রচুর শূন্যপদে নিয়োগ, শূন্যপদ সংখ্যা ৫,৩৬৯টি
ডিয়ার চাকরী প্রার্থী তোমাদের জন্য আমরা আজকে নিয়ে হাজির হয়েছি, SSC Selection Post Phase 11 Notification 2023 এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা এই বিজ্ঞপ্তিটির সমস্ত তথ্য গুলি আলোচনা করবো। তোমরা হয়তো পোস্টটির টাইটেল পড়েই বিজ্ঞপ্তিটির বেশিরভাগ অংশই বুঝে গেছো, সম্পূর্ণ তথ্য গুলি বুঝতে নীচের প্রতিবেদনটি ভালোভাবে দেখে নাও।
◒ পদের নাম ➥ SSC Selection Post Phase 11
◒ মোট শূন্যপদ ➥ ৫,৩৬৯ টি
◒ শিক্ষাগত যোগ্যতা ➥ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাশে আবেদন করতে পারবেন। বিভিন্ন পদ অনুযায়ী আলাদা আলদা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে।
আবেদন শুরু | ৬ই মার্চ ২০২৩ |
আবেদন শেষ | ২৭শে মার্চ ২০২৩ |
◒ বয়সসীমা ➥ যেমন কোনো কোনো পদের ক্ষেত্রে ১৮-২৭, কোনো কোনো পদের ক্ষেত্রে ১৮-৩০ আবার কোনো কোনো পদের ক্ষেত্রে ১৮-২৫
◒ আবেদন পদ্ধতি ➥ প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
◒ নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
◒ আবেদন মূল্য ➥ General, OBC, EWS প্রার্থীদের জন্য ১০০ টাকা এবং SC, ST, PWD, Female প্রার্থীদের জন্য কোনোরকম টাকা লাগবে না।
◒ গুরুত্বপূর্ণ লিংক ➥
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
আবেদন করার লিংক | Click Here |
No comments:
Post a Comment