Breaking




Wednesday, 1 March 2023

WBCS 2023 সম্পূর্ণ বিজ্ঞপ্তি || WBCS 2023 Full Notification

WBCS 2023 সম্পূর্ণ বিজ্ঞপ্তি || WBCS 2023 Full Notification

WBCS 2023 সম্পূর্ণ বিজ্ঞপ্তি || WBCS 2023 Full Notification
WBCS 2023 সম্পূর্ণ বিজ্ঞপ্তি || WBCS 2023 Full Notification
স্নেহের ছাত্র ছাত্রীরা তোমাদের দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হয়েছে West Bengal Civil Service Exam 2023 Notification আমরা আজকে এই বিজ্ঞপ্তিটির সম্পর্কে একটি সম্পূর্ণ প্রতিবেদন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা আজকের পোস্টটিতে এই বিজ্ঞপ্তিটির সমস্থ তথ্য গুলি গুচ্ছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই ভালোভাবে মনোযোগ সহকারে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে নাও এবং ভালোভাবে বুঝে নাও কবে থেকে কীভাবে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য কি কি নিয়মাবলী তোমাদের মেনে চলতে হবে। 

পদের নামWBCS Group-A, Group-B, Group-C, Group-D

Group-A তে যে সমস্থ পদ গুলি আছে
  1. ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজিকিউটিভ
  2. অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব রেভিনিউ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস
  3. ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস
  4. ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস
  5. ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস
  6. ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস
Group-B তে যে সমস্থ পদ গুলি আছে -
  1. ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস
Group-C তে যে সমস্থ পদ গুলি আছে
  1. সুপারিন্টেনডেন্ট, ডিস্ট্রিক্ট কারেকশনাল সুপারি়টেডেন্ট, সেন্ট্রাল কারেকশনাল হোম
  2. জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার
  3. ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাক্টিসেস
  4. ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস
  5. ওয়েস্ট বেঙ্গল সাব-অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস
  6. অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার
  7. জয়েন্ট রেজিস্ট্রার (ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন, কনজিউমার অ্যাফেয়ার্স দফতর
  8. অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার
  9. চিফ কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস
Group-D তে যে সমস্থ পদ গুলি আছে
  1. ইনস্পেক্টর অব কো-অপারেটিভ সোসাইটি
  2. পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার
  3. রিহ্যাবিলিটেশন অফিসার
মাসিক বেতন
Group-A পদের বেতন ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা
Group-B পদের বেতন ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা
Group-C পদের বেতন ৩৫,৮০০ টাকা থেকে ১,০৯,৮০০ টাকা 
Group-D পদের বেতন ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা

বয়সসীমা ➥ ১লা জানুয়ারী ২০২৩ তারিখ অনুযায়ী যে সমস্থ প্রার্থীর বয়স ২১ থেকে ৩৬ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবে। তাছাড়া সংরক্ষিত শ্রেণীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। 

শিক্ষাগত যোগ্যতা ➥ প্রার্থীকে আবেদনের জন্য যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করে থাকতে হবে এবং বাংলা ভাষা লিখতে,পড়তে এবং বলতে জানতে হবে।

আবেদন শুরু ২৮শে ফেব্রুয়ারী ২০২৩ (মঙ্গলবার)
আবেদন শেষ ২১শে মার্চ ২০২৩ (মঙ্গলবার)

আবেদন পদ্ধতি ➥ প্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।

আবেদন মূল্য ➥ Gen + OBC দের জন্য আবেদন মূল্য ২১০ টাকা। SC/ST/PWD প্রার্থীদের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না।

নিয়োগ পদ্ধতি ➥ প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র এবং তার কোড ➥ 
কলকাতা (১১), বারুইপুর (১২), ডায়মন্ড হারবার (১৩), ব্যারাকপুর (১৪), বারাসাত (১৫), হাওড়া (১৬), চুঁচুড়া (১৭), বর্ধমান (১৮), দুর্গাপুর (১৯), মেদিনীপুর (২০), তমলুক (২১), বাঁকুড়া (২২), পুরুলিয়া (২৩), ঝাড়গ্রাম (২৪), সিউড়ি (২৫), কৃষ্ণনগর (২৬), বহরমপুর (২৭), মালদহ (২৮), বেলুড় ঘাট (২৯), রায়গঞ্জ (৩০), জলপাইগুড়ি (৩১), আলিপুরদুয়ার (৩২), কোচবিহার (৩৩), শিলিগুড়ি (৩৪), কালিম্পং (৩৫) এবং দার্জিলিং (৩৬)

গুরুত্বপূর্ণ লিংক ➥ 

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
Official Website Click Here

No comments:

Post a Comment