হুগলী জেলায় আশা কর্মী নিয়োগ,শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
ডিয়ার হুগলী জেলার ছত্রীরা তোমাদের জন্য আমরা আজকে হাজির হয়েছি একটি খুবই গুরুত্বপূর্ণ চাকরীর খবর নিয়ে, আমরা আজকে হুগলী জেলার চন্দননগর এবং আরামবাগ মহকুমায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি আলোচনা করবো। আমরা আলোচনা করবো এই বিজ্ঞপ্তিটির সমস্থ খুঁটিনাটি তথ্য গুলি যে তথ্য গুলি তোমাদের তোমাদের এই পদে আবেদনের জন্য দারুন ভাবে কাজে আসবে।
◐ পদের নাম ➥ আশা কর্মী
◐ মোট শূন্যপদ ➥ ৭১ টি [আরামবাগ - ৩৪টি, চন্দননগর - ৩৭টি]
◐ শিক্ষাগত যোগ্যতা ➥ প্রার্থীকে এই পদে আবেদনের জন্য অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।
◐ অন্যান্য যোগ্যতা ➥
- প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে।
- কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।
- গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে হয়ে থাকতে হবে।
◐ বয়সসীমা ➥ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে তপশীলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছর।
◐ গুরুত্বপূর্ণ তারিখ ➥
আবেদন শুরু | ৩রা মার্চ ২০২৩ |
আবেদন শেষ | ২৪শে মার্চ ২০২৩ |
◐ আবেদন পদ্ধতি ➥ প্রার্থীকে কেবলমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
◐ কীভাবে আবেদন করতে হবে ➥ প্রথমে নিজ নিজ মহকুমা অনুযায়ী নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি প্রিন্ট আউট করতে হবে, তারপর সঠিক ভাবে পূর্ণ করে, প্রয়োজনীয় ডকুমেন্ট অনুযায়ী ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, আইনত ভাবে বিবাহের / বিধবা / আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্নার ক্ষেত্রে স্ব-প্রত্যায়িত নথিপত্র গুলি একটি মুখ বন্ধ খামের মধ্যে দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে।
◐ গুরুত্বপূর্ণ লিংক ➥
চন্দননগর নোটিফিকেশন | Download Now |
আরামবাগ নোটিফিকেশন | Download Now |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
No comments:
Post a Comment