Breaking




Tuesday, 18 February 2025

শিক্ষা সম্পর্কিত কমিটি ও কমিশন তালিকা PDF - Education Committees and Commissions of India

শিক্ষা সম্পর্কিত বিভিন্ন কমিটি ও কমিশন PDF- Education Committees and Commissions of India

শিক্ষা সম্পর্কিত বিভিন্ন কমিটি ও কমিশন
শিক্ষা সম্পর্কিত বিভিন্ন কমিটি ও কমিশন
নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, শিক্ষা সম্পর্কিত বিভিন্ন কমিটি ও কমিশন তালিকা PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে আমরা ভারতের বিভিন্ন শিক্ষা সম্পর্কিত কমিটি ও কমিশন গুলির নাম এবং সেই গুলি গঠনের সাল গুলি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে শেয়ার করলাম। 
আমরা পোস্টটি তোমাদের দু'রকম ভাবে শেয়ার করলাম। প্রথমে নীচে কমিটি গুলির নাম ও সাল গুলির তালিকা গুলি খুব সুন্দর ভাবে সাজিয়ে শেয়ার করলাম। তারপর তার নীচে এই টপিকটি থেকে যে সমস্থ প্রশ্ন গুলি আসে সেই গুলি শেয়ার করলাম এবং সবার শেষে PDF-টি দেওয়া আছে। যে PDF টি তোমরা সংগ্রহ করে রাখতে পারো। 
অতএব আর কোনো রকম সময় নষ্ট না করে করে বিভিন্ন রকম ভাবে নিজেকে এই বিষয়টি সম্পর্কে অবগাত রাখো। 

ভারতের শিক্ষা সম্পর্কিত কমিটি ও কমিশন তালিকা

কমিটি বা কমিশন সাল
উডের ডেসপ্যাচ ১৮৫৪
হান্টার কমিশন ১৮৮২
রেলিঘ কমিশন ১৯০২
স্যাডলার কমিশন ১৯১৭
হার্টগ কমিটি ১৯২৯
লিন্ডসে কমিশন ১৯২৯
ওয়ার্ধা পরিকল্পনা ১৯৩৭
বুনিয়াদি শিক্ষা বা নঈ তালিম ১৯৩৭
সার্জেন্ট পরিকল্পনা ১৯৪৪
রাধাকৃষ্ণণ কমিশন ১৯৪৮-৪৯
মুদালিয়র কমিশন ১৯৫২
হংস মেহতা কমিটি ১৯৬১
কোঠারি কমিশন ১৯৬৪
প্রথম জাতীয় শিক্ষানীতি ১৯৬৮
দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি ১৯৮৬
অপারেশন ব্ল্যাকবোর্ড ১৯৮৭
জনার্দন রেড্ডি কমিটি ১৯৯২

ভারতের শিক্ষা সম্পর্কিত কমিটি ও কমিশন প্রশ্ন উত্তর

📚 উডের ডেসপ্যাচ কবে গঠিত হয় ?
➥ ১৮৫৪ সালে

📚 হান্টার কমিশন কবে গঠিত হয় ?
➥ ১৮৮২ সালে

📚 রেলিঘ কমিশন কবে গঠিত হয় ?
➥ ১৯০২ সালে

📚 স্যাডলার কমিশন কবে গঠিত হয় ?
➥ ১৯১৭ সালে

📚 হার্টগ কমিটি কবে গঠিত হয় ?
➥ ১৯২৯ সালে

📚 লিন্ডসে কমিশন কবে গঠিত হয় ?
➥ ১৯২৯ সালে

📚 ওয়ার্ধা পরিকল্পনা কবে গঠিত হয় ?
➥ ১৯৩৭ সালে

📚 বুনিয়াদি শিক্ষা বা নঈ তালিম কবে চালু হয় ? 
➥ ১৯৩৭ সালে

📚 সার্জেন্ট পরিকল্পনা কবে গঠিত হয় ?
➥ ১৯৪৪ সালে

📚 রাধাকৃষ্ণণ কমিশন কবে গঠিত হয় ?
➥ ১৯৪৮-৪৯ সালে

📚 মুদালিয়র কমিশন কবে গঠিত হয় ?
➥ ১৯৫২ সালে

📚 হংস মেহতা কমিটি কবে গঠিত হয় ?
➥ ১৯৬১ সালে

📚 কোঠারি কমিশন কবে গঠিত হয় ?
➥ ১৯৬৪ সালে

📚 প্রথম জাতীয় শিক্ষানীতি কবে গঠিত হয় ?
➥ ১৯৬৮ সালে

📚 দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি কবে গঠিত হয় ?
➥ ১৯৮৬ সালে

📚 অপারেশন ব্ল্যাকবোর্ড কবে গঠিত হয় ?
➥ ১৯৮৭ সালে

📚 জনার্দন রেড্ডি কমিটি কবে গঠিত হয় ?
➥ ১৯৯২ সালে

শিক্ষা সম্পর্কিত বিভিন্ন কমিটি তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now -এ ক্লিক করুন

File Details ::

File Name: শিক্ষা সম্পর্কিত বিভিন্ন কমিটি

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  132 KB 


No comments:

Post a Comment