Breaking




Tuesday, 7 March 2023

গ্রাজুয়েশন পাশে ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন ৪১ হাজার টাকা

গ্রাজুয়েশন পাশে ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন ৪১ হাজার টাকা

গ্রাজুয়েশন পাশে ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগের বিজ্ঞপ্তি
গ্রাজুয়েশন পাশে ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগের বিজ্ঞপ্তি
ডিয়ার ছাত্র ছাত্রীরা আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, গ্রাজুয়েশন পাশে ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগের বিজ্ঞপ্তিটি নিয়ে। আমরা এই পোস্টটির মধ্যে এই বিজ্ঞপ্তিটির সমস্থ গুরুত্বপূর্ণ তথ্য গুলি খুব সহজ ভাষায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে তথ্য গুলি পড়তে আশাকরছি তোমাদের এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে একটি সম্পূর্ণ ধারনা তৈরি হবে। 
তাই তোমরা যারা এই পদে আবেদনের জন্য ইচ্ছুক তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সমস্ত তথ্য গুলি দেখে নাও এবং উল্লেখিত তারিখের মধ্যে এবং উল্লেখিত নিয়মে আবেদন করে দাও। 

পদের নাম ➥ Acquisition Officers

মোট শূন্যপদ ➥ ৫০০টি (SC- ৭৫, ST- ৩৭, OBC- ১৩৫, EWS- ৫০, UR- ২০৩)

শূন্যপদের বিন্যাস ➥ 
Ahmedabad (25), Allahabad (9), Anand (8), Bareilly (9), Bengaluru (25), Bhopal (15), Chandigarh (8), Chennai (25), Coimbatore (15), Delhi (25), Ernakulam (16), Guwahati (8), Hyderabad (25), Indore (15), Jaipur (10), Jalandhar (8), Jodhpur (9), Kanpur (16), Kolkata (25), Lucknow (19), Ludhiana (9), Mangaluru (8), Mumbai (25), Nagpur (15), Nashik (13), Patna (15), Pune (17), Rajkot (13), Surat (25), Udaipur (8), Vadodara (15), Varanasi (9), Visakhapatnam (13)

বাৎসরিক বেতন ➥ 
  • মেট্রো সিটিতে যারা কর্মরত হবেন, তাদেরকে বছরে ৫ লক্ষ টাকা বেতন দেওয়া হবে।
  • নন মেট্রো সিটিতে কর্মরত প্রার্থীদের বছরে ৪ লক্ষ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন শুরু ২২শে ফেব্রুয়ারী ২০২৩
আবেদন শেষ ১৪ই মার্চ ২০২৩

শিক্ষাগত যোগ্যতা ➥ প্রার্থীরা যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবে।

অন্যান্য যোগ্যতা ➥ দেশের যেকোনো পাবলিক ব্যাংক, বিদেশি ব্যাংক, ব্রোকিং ফার্ম, সিকিউরিটি ফার্ম ,প্রাইভেট ব্যাংকে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে, এছাড়া প্রার্থীকে লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল এরিয়া ইত্যাদি সম্পর্কে জানতে হবে।

বয়সসীমা ➥ ১লা ফেব্রুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ বছরে থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। 

আবেদন পদ্ধতি ➥ প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি ➥ অনলাইন পরীক্ষা, Psychometric Test এবং গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য ➥ 
UR + OBC প্রার্থীদের আবেদন মূল্য ৬০০ টাকা।
SC+ST + EWS প্রার্থীদের আবেদন মূল্য ১০০ টাকা।

গুরুত্বপূর্ণ লিংক ➥ 

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
অফিশিয়াল সাইট Click Here

No comments:

Post a Comment