Breaking




Monday, 13 March 2023

মালদা জেলায় ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগ, মাসিক বেতন ৪৫০০ টাকা

মালদা জেলায় ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগ, মাসিক বেতন ৪৫০০ টাকা

মালদা জেলায় আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি
মালদা জেলায় আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি
ডিয়ার মালদা বাসী তোমাদের জন্য আমরা আজকে নিয়ে হাজির হয়েছি একটি খুবই সুখবর নিয়ে। আমরা আজকে শেয়ার করছি মালদা জেলায় আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে। আমরা আজকে আলোচনা করবো এই বিজ্ঞপ্তিটির সমস্থ গুরুত্বপূর্ণ তথ্য গুলি। যে তথ্য গুলি তোমাদের এই পদে আবেদনের জন্য দারুন ভাবে কাজে আসবে। 
তাই তোমরা তাড়াতাড়ি এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নাও এবং উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করে দাও আর যদি তোমাদের বাড়ির কোন মেয়ে আবেদন করেতে চায় তাদের কেও জানিয়ে দাও একটু। 

পদের নামআশা কর্মী

মোট শূন্যপদ ➥ ৯৫ টি

মাসিক বেতন ➥ ৪৫০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ➥ প্রার্থীকে এই পদে আবেদনের জন্য অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা
  1. প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে।
  2. কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবে।
বয়সসীমা ➥ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছর।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু ১০ই মার্চ ২০২৩
আবেদন শেষ ২২শে মার্চ ২০২৩

আবেদন পদ্ধতি ➥ প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি ➥ সরাসরি ইন্টার্ভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। 

কীভাবে আবেদন করতে হবে ➥ প্রথমে অফিশিয়াল ওয়েব সাইটে ধাপে ধাপে তোমাদের আবেদন করতে হবে তানাহলে কোনো কম্পিউটার সেন্টার থেকে আবেদন করে আসতে হবে। 

আবেদন মূল্য ➥ কোনো রকম আবেদন মূল্য দিতে হবেনা। 

গুরুত্বপূর্ণ লিংক ➥ 

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
আবেদন করার লিংক  Click Here
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

No comments:

Post a Comment