Breaking




Sunday, 12 March 2023

পশ্চিম মেদিনীপুর জেলার আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে

পশ্চিম মেদিনীপুর জেলার আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে

পশ্চিম মেদিনীপুর জেলার আশা কর্মী
পশ্চিম মেদিনীপুর জেলার আশা কর্মী
ডিয়ার পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী মহিলা বাসিন্দারা কেবলমাত্র তোমাদের জন্য আজের পোস্টটি। আমরা আজকের পোস্টটিতে আলোচনা করবো পশ্চিম মেদিনীপুর জেলার আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে। আমরা আলোচনা করবো এই পদে আবেদনের সমস্থ ইম্পরট্যেন্ট তথ্য গুলি। যে তথ্য গুলি তোমাদের এই পদে আবেদনের জন্য দারুন ভাবে কাজে আসবে। 
তাই তোমরা যারা এই জেলার বাসিন্দা তোমরা অবশ্যই এই পোস্টটি ভালোভাবে দেখে নাও এবং উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করে দাও। 

পদের নামআশা কর্মী

মোট শূন্যপদ ➥ ২২৭ টি

শূন্যপদ বিন্যাস ➥ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমায় - ১২৮টি, ঘাটাল মহকুমায় - ৬৩টি, মেদিনীপুর সদর মহকুমায় - ৮০ টি। 

শিক্ষাগত যোগ্যতা ➥ প্রার্থীকে এই পদে আবেদনের জন্য অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা
  • প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে।
  • কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবে।
বয়সসীমা ➥ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে তপশীলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছর।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু ১০ই মার্চ ২০২৩
আবেদন শেষ ২৫শে মার্চ ২০২৩

আবেদন পদ্ধতি ➥ প্রার্থীকে কেবলমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

কীভাবে আবেদন করতে হবে ➥ প্রথমে নিজ নিজ মহকুমা অনুযায়ী নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি প্রিন্ট আউট করতে হবে, তারপর সঠিক ভাবে পূর্ণ করে, প্রয়োজনীয় ডকুমেন্ট অনুযায়ী ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, আইনত ভাবে বিবাহের / বিধবা / আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্নার ক্ষেত্রে স্ব-প্রত্যায়িত নথিপত্র গুলি একটি মুখ বন্ধ খামের মধ্যে দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে।  

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ➥  The Block Development Officer, __ Devlopment Block. At___ B.D.O Office, At___ P.O___ P.S___ Dist: Paschim Medinipur (W.B) Pin-__

গুরুত্বপূর্ণ লিংক ➥ 

খড়্গপুর নোটিফিকেশন Download Now
ঘাটাল নোটিফিকেশন Download Now
মেদিনীপুর সদর নোটিফিকেশন Download Now
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

No comments:

Post a Comment