গ্র্যাজুয়েশন পাশে UPSC-তে সিভিল সার্ভিসেস ও ফরেস্ট সার্ভিসেসে নিয়োগের বিজ্ঞপ্তি
আজ তোমাদের নিয়ে হাজির হয়েছি গ্র্যাজুয়েশন পাশে UPSC Recruitment 2023 এই বিজ্ঞপ্তিটি নিয়ে। তোমরা যারা গ্র্যাজুয়েশন পাশ করে বশে আছো অথবা যারা এই বিজ্ঞপ্তিটির জন্য বশে আছো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও বিজ্ঞপ্তিটি এবং যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে দাও।
পদের নাম ➦ UPSC Civil Services (Prelims)
মোট শূন্যপদ ➦ ১১০৫ টি
শিক্ষাগত যোগ্যতা ➦ প্রার্থীকে আবেদনের জন্য যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation পাশ করে থাকতে হবে।
বয়সসীমা ➦ প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
পদের নাম ➦ UPSC Indian Forest Services Exam
মোট শূন্যপদ ➦ ১৫০ টি
শিক্ষাগত যোগ্যতা ➦ প্রার্থীকে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Animal Husbandry, Veterinary Science, Botany, Chemistry, Geography, Mathematics, Physics, Statistics and Zoology -তে Bachelor’s Degree করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা ➦ প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন শুরু ➜ ১লা ফেব্রুয়ারী ২০২৩
আবেদন শেষ ➜ ২১শে ফেব্রুয়ারী ২০২৩
আবেদন পদ্ধতি ➦ উপয় পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন মূল্য ➦
- Unreserved প্রার্থীদের জন্য ১০০ টাকা।
- SC/ ST/ Female/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন মূল্য লাগবে না।
পরিক্ষার (Prelims) তারিখ ➦ ২৮শে মে ২০২৩
পশ্চিমবঙ্গের পরিক্ষা কেন্দ্র ➦ কলকাতা ও শিলিগুড়ি
গুরুত্বপূর্ণ লিংক ➦
Official | Link |
---|---|
UPSC Civil Services | Download Now |
UPSC Indian Forest Services | Download Now |
আবেদন করার লিংক | Click Here |
No comments:
Post a Comment