Breaking




Monday, 13 February 2023

১২৮৪ শূন্যপদে মাধ্যমিক পাশে কনস্টেবল [BSF] নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন ২১ হাজার টাকা

১২৮৪ শূন্যপদে মাধ্যমিক পাশে কনস্টেবল [BSF] নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন ২১ হাজার টাকা

১২৮৪ শূন্যপদে মাধ্যমিক পাশে কনস্টেবল [BSF] নিয়োগের বিজ্ঞপ্তি
১২৮৪ শূন্যপদে মাধ্যমিক পাশে কনস্টেবল [BSF] নিয়োগের বিজ্ঞপ্তি
বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) -এর মাধ্যমে মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তিটির সম্পর্কে আজকে আমরা খুব সুন্দর এবং বিস্তারিত ভাবে আলোচনা করবো। তাই তোমরা সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নাও এবং যদি আবেদন করার ইচ্ছা যায় অবশ্যই উল্লেখিত নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দেবে। 

পদের নাম ➦ Constable [Tradesmen]

মোট শূন্যপদ ➦ ১২৮৪টি, যার মধ্যে [মহিলা - ৬৪ এবং পুরুষ - ১২২০]

যেসব পদে নিয়োগ করা হবে সেগুলো হলো ➦ Cobbler, Tailor, Cook, Water Carrier, Washer Man, Barber, Sweeper, Waiter

শিক্ষাগত যোগ্যতা ➦ প্রার্থীকে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারব।

বয়সসীমা ➦ প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে।

মাসিক বেতন ➦ ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।

আবেদন শুরু ➜ কবে থেকে আবেদন শুরু হবে সেই সম্পর্কে আবার নোটিশ দিলে জানিয়ে দেওয়া হবে। 

আবেদন পদ্ধতি ➦ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ লিংক ➦ 

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
 আবেদন করার লিংক Click Here

No comments:

Post a Comment