Breaking




Wednesday, 8 February 2023

কলকাতা পৌরসভায় মেডিকেল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ

কলকাতা পৌরসভায় মেডিকেল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি

কলকাতা পৌরসভায় মেডিকেল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি
কলকাতা পৌরসভায় মেডিকেল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি
তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি চাকরীর সুখবর নিয়ে, যে খবরটি একটি অত্যন্ত ইন্টারেস্টিং চাকরীর খবর। আমরা আজকে কলকাতা পৌরসভায় মেডিকেল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করবো। আমরা আলোচনা করবো এই পদে আবেদনের জন্য যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য গুলি, যে তথ্য গুলি তোমাদের এই পদে আবেদনের জন্য দারুন ভাবে কাজে আসবে। 
তাই তোমরা কোনো রকম সময় নষ্ট না করে তাড়াতাড়ি পোস্টটি মনোযোগ সহকারে দেখে নাও এবং যেই ভাবে বলা আছে সেই মতো কাজ গুলি করে নাও। 

❖ পদের নাম ➺ Medical Officer

❖ শূন্যপদ ➺ ২৯ টি যার মধ্যে (UR- ১৩, SC- ০৪, ST- ০৫, OBC- ০৪)

❖ শিক্ষাগত যোগ্যতা ➺ MCI অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MBBS করা থাকলে আবেদন করতে পারবেন।

❖ মাসিক বেতন ➺ ৬০,০০০ টাকা

❖ বয়সসীমা ➺ ১লা ফেব্রুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। 

❖ আবেদন পদ্ধতি ➺ ইচ্ছুক প্রার্থীদের এই পদের জন্য আলাদা করে আবেদন করতে হবে না।

❖ নিয়োগ পদ্ধতি ➺ নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে
 
❖ ইন্টারভিউর স্থান ➺ Room No- 254, 2nd floor, PMU, Kolkata City NUHM Society,5,S.N. Banarjee Road, Kolkata-700013

ইন্টারভিউর তারিখ ➺ ১৫ই ফেব্রুয়ারি ২০২৩ (বুধবার)

Reporting Time ➺ 11:30 AM - 12.30 PM

গুরুত্বপূর্ণ লিংক ➺ 

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
 অফিশিয়াল সাইট    Click Here

No comments:

Post a Comment