ইন্ডিয়ান ব্যাঙ্কে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি
ডিয়ার ছাত্র ছাত্রী ......
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, ইন্ডিয়ান ব্যাংকে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি নিয়ে। যে বিজ্ঞপ্তিতে আমরা এই পদে আবেদনের জন্য সমস্থ গুরুত্বপূর্ণ তথ্য গুলি তোমাদের সামনে তুলে ধরবো। তাই তোমরা আমাদের দেওয়া তথ্য গুলি ভালোভাবে দেখে নাও।
❏ পদের নাম ➺ Specialist Officer
❏ শূন্যপদ ➺ ২০৩টি
❏ যেসব পদে নিয়োগ করা হবে ➺ Manager, Senior Manager, Assistant Manager, Chief Manager সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
❏ শিক্ষাগত যোগ্যতা ➺ আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে CA/ ICWA/CFA, BE/ B.Tech, Graduation, MMS/ MBA/ MCA, PGDBA/ PGDBM/ PGPM/ PGDN/ Post Graduation Digree/ Diploma করে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
❏ মাসিক বেতন ➺ ৩৬,০০০ টাকা থেকে ৮৯,৮৯০ টাকা।
❏ বয়সসীমা ➺ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
❖ আবেদন শুরু ➺ ১৬ই ফেব্রুয়ারি ২০২৩
❖ আবেদন শেষ ➺ ২৮শে ফেব্রুয়ারি ২০২৩
❏ আবেদন পদ্ধতি ➺ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
❏ নিয়োগ পদ্ধতি ➺ প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
❏ আবেদন মূল্য ➺
- Unreserved প্রার্থীদের জন্য ৮৫০ টাকা।
- SC/ ST/ PWD প্রার্থীদের জন্য ১৭৫ টাকা।
❖ গুরুত্বপূর্ণ লিংক ➺
অফিশিয়াল নোটিফিকেশন Download Now
আবেদন করার লিংক Click Here
No comments:
Post a Comment