ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে Probationary Officer পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
ডিয়ার চাকরী প্রার্থী .....
তোমাদেরকে আজকে আমরা দিচ্ছি একটি চাকরীর খবর, যে খবরটি তোমরা দেখলেই তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমরা আজকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে Probationary Officer পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে পোস্টটির মধ্যে থাকছে উক্ত পদে আবেদনের সমস্থ গুরুত্বপূর্ণ তথ্য গুলি।
তাই চলো আর বেশি সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে Probationary Officer পদে নিয়োগের সমস্থ তথ্য গুলি।
পদের নাম ➦ Credit Officer
মোট শূন্যপদ ➦ ৩৫০ টি, যার মধ্যে [UR-135, EWS-35, OBC- 97, ST-30, SC-53]
শিক্ষাগত যোগ্যতা ➦ প্রার্থীকে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation (A Degree) করে থাকলে আবেদন করতে পারবে।
______________________________
পদের নাম ➦ IT Officer
মোট শূন্যপদ ➦ ১৫০ টি, যার মধ্যে [UR-63, EWS-13, OBC-41, ST-10, SC-23]
শিক্ষাগত যোগ্যতা ➦ প্রার্থীকে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Computer Science/ Computer Application/ Information Technology/ Electronics/ Electronics and Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation -এ Engineering/ Technology -তে Digree করা থাকলে আবেদন করতে পারবে।
বয়সসীমা ➦ ১লা ফেব্রুয়ারী ২০২৩ তারিখ অনুযায়ী উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২০ বছর থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➦ ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা
আবেদন শুরু ➜ ১১ই ফেব্রুয়ারি ২০২৩
আবেদন শেষ ➜ ২৫শে ফেব্রুয়ারি ২০২৩
আবেদন পদ্ধতি ➦ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন মূল্য ➦
- GEN/ OBC/ EWS প্রার্থীদের জন্য ৮৫০ টাকা।
- SC/ ST/ PWD প্রার্থীদের জন্য ১৭৫ টাকা।
গুরুত্বপূর্ণ লিংক ➦
অফিশিয়াল নোটিফিকেশন Download Now
আবেদন করার লিংক Click Here
No comments:
Post a Comment