![]() |
মাধ্যমিক পাশে BPM, ABPM/Dak Sevak বিভাগে গ্রামীণ ডাক সেবক নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্যপদ ৪০,৮৮৯ |
ডিয়ার চাকরী প্রার্থী .....
অনেক দিন পর তোমাদের জন্য আমরা নিয়ে হাজির হয়েছি প্রচুর শূন্যপদে একটি চাকরীর বিজ্ঞপ্তি নিয়ে। আমাদের আজকের চাকরীর খবরটি হল, মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক নিয়োগ বিজ্ঞপ্ত,তোমরা যারা ভালো চাকরীর জন্য অপেক্ষা করছি তোমরা অবশ্যই আমাদের এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিয়ে আবেদন করে দাও।
আমরা এই পোস্টটিতে এই বিজ্ঞপ্তিটিতে আবেদনের সম্পূর্ণ তথ্য গুলি খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাবে তোমাদের সামনে তুলে ধরলাম।
পদের নাম ➦ গ্রামীণ ডাক সেবক (GDS)
মোট শূন্যপদ ➦ মোট শুন্যপদ ৪০,৮৮৯টি (তার মধ্যে ২,১২৭টি পশ্চিমবঙ্গে)
শিক্ষাগত যোগ্যতা ➦ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে।
বয়সসীমা ➦ এই পদ গুলিতে আবেদনের জন্য সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর হতে হবে।তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
মাসিক বেতন ➦
- BPM ক্যাটাগরি : ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা পর্যন্ত।
- ABPM/Dak Sevak ক্যাটাগরি : ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা পর্যন্ত।
আবেদন শুরু ➜ ২৭শে জানুয়ারি ২০২৩
আবেদন শেষ ➜ ১৬ই ফেব্রুয়ারি ২০২৩
আবেদন পদ্ধতি ➦ প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ➦ মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য ➦ এই পদে আবেদন করার জন্য ১০০ টাকা ধার্য করা হয়েছে,তবে SC / ST / PWD প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না।
গুরুত্বপূর্ণ লিংক ➦
Official | Link |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
আবেদন করার লিংক | Click Here |
No comments:
Post a Comment