![]() |
সরাসরি ইন্টারভিউর মাধ্যমে WAPCOS Project -এ ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি |
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে WAPCOS Project -এ ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি নিয়ে। তোমরা যারা এই পদে চাকরী করতে চাও তোমরা অবশ্যই আমাদের দেওয়া উল্লেখযোগ্য তথ্য গুলি মনোযোগ সহকারে পড়ে নাও এবং যেমনটা বলা আছে সেই মতো কাজ গুলি করে নাও।
পদের নাম ➦ Field Supervisor (ফিল্ড সুপারভাইজার)
মোট শূন্যপদ ➦ ১২০ টি
শিক্ষাগত যোগ্যতা ➦ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Electrical Engineering/ Electrical and Electronics/ Electronics and Communication/ Electronics and Instrumentation -এ Diploma/ B.E./ B.Tech করা থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা ➦ ১লা জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➦ ১৪,০০০ টাকা থেকে ১৭,০০০ টাকা।
আবেদন পদ্ধতি ➦ ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না।
নিয়োগ পদ্ধতি ➦ প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে।
ইন্টারভিউ তারিখ ➦ ৪ঠা ফেব্রুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি ২০২৩ এই দু'দিন নেওয়া হবে ইন্টারভিউ।
ইন্টারভিউ স্থান ➦ WAPCOS Project Office, Lucknow, 3/309, Vikrant Khand, Gomit Nagar, Lucknow ( UP)-226010
গুরুত্বপূর্ণ লিংক ➦
অফিশিয়াল নোটিফিকেশন Download Now
আবেদন করার লিংক Click Here
No comments:
Post a Comment