গ্র্যাজুয়েশন পাশে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন ৬৩ হাজার টাকা
আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, গ্র্যাজুয়েশন পাশে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি। তোমরা যারা একটি ভালো চাকরীর জন্য অপেক্ষা করছো অবশ্যই তোমরা নীচের দেওয়া তথ্য গুলি মনোযোগ সহকারে পড়ে নাও উল্লেখিত নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দাও।
পদের নাম ➦ Cheif Manager
মোট শূন্যপদ ➦ ৫০টি (SC-07, ST-03, OBC-13, EWS-05, GEN-22)
শিক্ষাগত যোগ্যতা ➦ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা ➦ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➦ ৬৩,৮৪০ টাকা।
_________________________________
পদের নাম ➦ Senior Manager
মোট শূন্যপদ ➦ ২০০ টি (SC-30 ST-15, OBC-54, EWS-20, GEN-81)
শিক্ষাগত যোগ্যতা ➦ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা ➦ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➦ ৭৬,০১০ টাকা
আবেদন শুরু ➜ ২৭শে জানুয়ারি ২০২৩
আবেদন শেষ ➜ ১১ই ফেব্রুয়ারি ২০২৩
আবেদন পদ্ধতি ➦ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ➦ প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য ➦
GEN/ OBC/ EWS প্রার্থীদের জন্য ৮৫০ টাকা।
SC/ ST/ PWD/ Woman প্রার্থীদের জন্য কোনরূপ আবেদন মূল্য লাগবে না।
গুরুত্বপূর্ণ লিংক ➦
No comments:
Post a Comment