Breaking




Monday, 16 January 2023

গ্রাজুয়েশন পাশে শ্রী অরবিন্দ কলেজে অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

গ্রাজুয়েশন পাশে শ্রী অরবিন্দ কলেজে অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Sri Aurobindo College Assistant Professor Recruitment 2023
Sri Aurobindo College Assistant Professor Recruitment 2023
ডিয়ার চাকরী প্রার্থী .......
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি, Sri Aurobindo College Assistant Professor Recruitment 2023 এই বিজ্ঞপ্তিটি নিয়ে। তোমাদের জন্য আমরা এই পদে আবেদনের জন্য সমস্থ গুরুত্বপূর্ণ তথ্য গুলি খুব সহজ এবং সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করছি। যা তোমাদের এই পদে আবেদনের জন্য প্রয়োজন তাই তোমরা পোস্টটি দেখে নাও এবং যদি আবেদন করার ইচ্ছা থাকে অবশ্যই আবেদন করে দাও। 

পদের নাম ➥ Assistant Professor

মোট শূন্যপদ ➥ ১১১টি

যে সমস্থ বিষয়ে নিয়োগ করা হবে ➥ 
  1. উদ্ভিদবিদ্যা :- ০১টি
  2. রসায়ন :- ০৬টি
  3. বাণিজ্য :- ৩২টি
  4. কম্পিউটার :- ০২টি
  5. অর্থনীতি :- ১০টি
  6. ইলেকট্রনিক্স :- ০৭টি
  7. ইংরেজি :- ০৮টি
  8. পরিবেশ বিজ্ঞান :- ০২টি
  9. হিন্দি :- ০৯টি
  10. ইতিহাস :- ০৫টি
  11. গণিত :- ০৫টি
  12. পদার্থবিদ্যা :- ০৫টি
  13. রাষ্ট্রবিজ্ঞান :- ১৫টি
  14. সংস্কৃত :- ০১টি
  15. প্রাণিবিদ্যা :- ০৩টি
শিক্ষাগত যোগ্যতা ➥ ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই কমপক্ষে 55 % নম্বর পেয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে।

বয়সসীমা ➥ UGC-এর নিময় অনুযায়ী বয়সের সীমা নির্ধারিত হবে।

আবেদন শুরু২৩শে ডিসেম্বর ২০২২
আবেদন শেষ২০শে জানুয়েরি ২০২৩

আবেদন পদ্ধতি ➥ ইচ্ছুক প্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।

নিয়োগ পদ্ধতি ➥ শিক্ষাগত যোগ্যতার নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

আবেদন মুল্য ➥ 
উক্ত পদে আবেদনের জন্য ৫০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC, ST দের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না।

গুরুত্বপূর্ণ লিংক

Official Link
অফিশিয়াল নোটিফিকেশন Download Now
 আবেদন করার লিংক Click Here

No comments:

Post a Comment