Breaking




Sunday, 15 January 2023

মাধ্যমিক পাশে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি

মাধ্যমিক পাশে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি

মাধ্যমিক পাশে CISF-এ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি
মাধ্যমিক পাশে CISF-এ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি
স্নেহের চাকরী প্রার্থী ......
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, মাধ্যমিক পাশে CISF-এ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি নিয়ে। আমরা আজকে এই পদে আবেদনের সমস্থ তথ্য এবং কীভাবে আবেদন করবে তার তথ্য গুলি খুব সুন্দর ভাবে গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা প্রথমে নীচের দেওয়া সমস্থ তথ্য গুলি মনোযোগ সহকারে পড়ে নাও এবং যেই ভাবে আবেদন বলা আছে সেই মতো আবেদন করে দাও। 

পদের নাম ➥ Constable/ Driver

মোট শূন্যপদ ➥ ১৮৩ টি
  • UR-76
  • SC-27
  • ST-13
  • OBC-49
  • EWS- 18
______________________________________________
পদের নাম ➥ Constable/(Driver-cum-pump-Operator)

মোট শূন্যপদ ➥ ২৬৮ টি
  • UR-111
  • SC-40
  • ST-19
  • OBC-72
  • EWS-26
শিক্ষাগত যোগ্যতা ➥ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবে।

বয়সসীমা ➥ ২২শে ফেব্রুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

আবেদন শুরু২৩শে জানুয়ারি ২০২৩
আবেদন শেষ ২২শে ফেব্রুয়ারি ২০২৩

আবেদন পদ্ধতি ➥ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থীদের লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মুল্য ➥ 
  • Unreserved, OBC, EWS প্রার্থীদের ১০০ টাকা।
  • SC, ST, PWD প্রার্থীদের কোনরূপ আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ লিংক

Official Link
অফিশিয়াল নোটিফিকেশন Download Now
 আবেদন করার লিংক Click Here

No comments:

Post a Comment