বিভিন্ন পুরস্কার ও তার ক্ষেত্র PDF | List of Important Awards and Their Field PDF
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের দিচ্ছি বিভিন্ন পুরস্কার ও তার ক্ষেত্র PDF-টি। যে PDF টিতে আমরা কিছু পুরষ্কারের নাম এবং সেই পুরষ্কার গুলি কিসের জন্য দেওয়া হয় সেই গুলি খুব সুন্দর ভাবে গুছিয়ে প্রশ্ন আকারে এবং তালিকা আকারে দেওয়া আছে। যেতে তোমাদের সমস্থ রকম দিক থেকে পড়তে এবং মনে রাখতে সুবিধা হয়।
অতএব তোমরা কোনো রকম সময় নষ্ট না করে নীচের দেওয়া প্রশ্ন আকারে দেওয়া পোস্টটি ভালোভাবে দেখে নাও এবং তালিকা আকারে দেওয়া PDF-টি সংগ্রহ করে নাও।
বিভিন্ন পুরস্কার ও তার ক্ষেত্র
🏆 পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীত
🏆 জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ সাহিত্য
🏆 অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ চলচ্চিত্র
🏆 অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ খেলাধুলা
🏆 ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ সাহিত্য
🏆 দাদাসাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ চলচ্চিত্র
🏆 গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ সঙ্গীত
🏆 পদ্মবিভূষণ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ সরকারী ক্ষেত্রে ব্যতিক্রমী অসাধারণ কাজের জন্য
🏆 পদ্মভূষণ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ সরকারী ক্ষেত্রে অসামান্য কাজের জন্য
🏆 পদ্মশ্রী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ সরকারী ক্ষেত্রে অসামান্য কাজের জন্য
🏆 কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ বিজ্ঞানের জনপ্রিয়তা
🏆 পরমবীর চক্র কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান
🏆 মহাবীর চক্র কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান
🏆 বীর চক্র কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান
🏆 অশোক চক্র কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ সামরিক ক্ষেত্রে
🏆 ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ বিজ্ঞান ও প্রযুক্তি
🏆 আর্যভট্ট পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ মহাকাশবিদ্যার জনপ্রিয়তা
🏆 লতা মঙ্গেশকর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী
🏆 দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ খেলাধুলায় প্রশিক্ষণ
🏆 নোবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ পদার্থবিদ্যা, রসায়ন, শারীরবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি
🏆 ভারতরত্ন কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান এবং সমাজসেবা
🏆 ধ্যানচাঁদ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ ক্রীড়া ক্ষেত্রে আজীবন অবদানের জন্য
🏆 রাজীব গান্ধী খেলরত্ন কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ খেলাধুলা
🏆 মিস ইন্ডিয়া কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ জাতীয় সৌন্দর্য
🏆 মিস ইউনিভার্স কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ আন্তর্জাতিক সৌন্দর্য
🏆 বিক্রম সারাভাই পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ মহাকাশ গবেষণার কাজে অবিস্মরণীয় কাজের জন্য
🏆 তানসেন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ সঙ্গীত
🏆 গান্ধী শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ অহিংস নীতি পালন এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন
🏆 বীর সাভারকর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ বিজ্ঞান
🏆 আব্দুস কালাম পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ বিজ্ঞান ও প্রযুক্তি
🏆 কবীর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ সাহিত্য
🏆 ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ সাহিত্য
🏆 অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ গণিত
🏆 জওহরলাল নেহেরু পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
➱ আন্তর্জাতিকতাবোধ, বদান্যতা এবং বন্ধুত্বের ব্যাপারে অসামান্য কাজ
No comments:
Post a Comment