ভারতের বিভিন্ন পাখিরালয় তালিকা PDF | List of birdhouses in India PDF
ডিয়ার ছাত্রছাত্রী
আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, ভারতের পাখিরালয় তালিকা এই পোস্টটি নিয়ে। যে পোস্টটিতে ভারতের কিছু উল্লেখযোগ্য পাখিরালয় এর নাম এবং তারা কোন রাজ্যে অবস্থিত এই তথ্য গুলি দিয়া আমরা দ'রকম ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা পোস্টটির নীচে প্রশ্ন আকারে এবং PDF-টিতে তালিকা আকারে তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাতে তোমাদের সমস্থ রকম ভাবে পড়ার অভিজ্ঞতা তৈরি হয়।
সুতরাং তোমরা অবশ্যই একবার হলেও এই পোস্টটি মনোযোগ সহকারে পোস্টটি দেখে নাও কারন এই পোস্টটি একটি খুবই উপযোগী একটি পোস্ট সমস্থ রকম পরীক্ষা গুলির জন্য।
ভারতের বিভিন্ন পাখিরালয় তালিকা
রাজ্য | পখিরালয় |
---|---|
অন্ধ্রপ্রদেশ | কোলেরু পখিরালয় নেলাপাত্তু পখিরালয় পুলিকট লেক পখিরালয় কৌনদিন্যা পখিরালয় উপ্পালাপাদু পখিরালয় |
কর্ণাটক | মাগারি পখিরালয় আত্তিভেরি পখিরালয় বোনাল পখিরালয় রাঙ্গনাথিট্টু পখিরালয় গুরভি পখিরালয় ঘাটপ্রভা পখিরালয় |
তামিলনাড়ু | চিত্রাঙ্গুরি পখিরালয় কাঞ্জিরানকুলাম পখিরালয় কুথানকুলাম পখিরালয় সুচিন্দ্রম তেরুর পখিরালয় বেদানথাঙ্গাল পখিরালয় ভেট্টানগুড়ি পখিরালয় ভেল্লোর পখিরালয় |
উত্তরপ্রদেশ | পাটনা পখিরালয় সান্দি পখিরালয় নবাবগঞ্জ পখিরালয় ওখলা পখিরালয় |
কেরালা | কাদালুন্দি পখিরালয় কুমারাকম পখিরালয় মাঙ্গালাভানম পখিরালয় থাত্তেকার পখিরালয় |
গুজরাট | নল সরোবর পখিরালয় খিজারিয়া পখিরালয় পোরবন্দর পখিরালয় |
পশ্চিমবঙ্গ | কুলিক পখিরালয় চিন্তামণি কর পখিরালয় রসিকবিল পখিরালয় |
ওড়িশা | নলবানা পখিরালয় চিল্কা লেক পখিরালয় |
মহারাষ্ট্র | মায়ানি পখিরালয় কারনালা পখিরালয় |
রাজস্থান | ঘানা পখিরালয় ভরতপুর পখিরালয় |
দিল্লী | নজফগড় ড্রেইন পখিরালয় |
বিহার | নাগি ড্যাম পখিরালয় |
গোয়া | সেলিম আলী পখিরালয় |
ঝাড়খণ্ড | উধুয়া লেক পখিরালয় |
উত্তরাখণ্ড | আসান ব্যারেজ পখিরালয় |
সিকিম | কিতাম পখিরালয় |
পাঞ্জাব | হরিকা লেক পখিরালয় |
সম্ভাব্য প্রশ্ন উত্তর
🦜কোলেরু পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: অন্ধ্রপ্রদেশ
🦜নেলাপাত্তু পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: অন্ধ্রপ্রদেশ
🦜পুলিকট লেক পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: অন্ধ্রপ্রদেশ
🦜কৌনদিন্যা পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: অন্ধ্রপ্রদেশ
🦜উপ্পালাপাদু পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: অন্ধ্রপ্রদেশ
🦜খিজারিয়া পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: গুজরাট
🦜নল সরোবর পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: গুজরাট
🦜পোরবন্দর পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: গুজরাট
🦜আত্তিভেরি পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: কর্ণাটক
🦜বোনাল পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: কর্ণাটক
🦜গুরভি পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: কর্ণাটক
🦜মাগারি পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: কর্ণাটক
🦜রাঙ্গনাথিট্টু পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: কর্ণাটক
🦜ঘাটপ্রভা পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: কর্ণাটক
🦜কাদালুন্দি পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: কেরালা
🦜কুমারাকম পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: কেরালা
🦜মাঙ্গালাভানম পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: কেরালা
🦜থাত্তেকার পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: কেরালা
🦜মায়ানি পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: মহারাষ্ট্র
🦜কারনালা পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: মহারাষ্ট্র
🦜চিত্রাঙ্গুরি পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: তামিলনাড়ু
🦜কাঞ্জিরানকুলাম পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: তামিলনাড়ু
🦜কুথানকুলাম পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: তামিলনাড়ু
🦜সুচিন্দ্রম তেরুর পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: তামিলনাড়ু
🦜বেদানথাঙ্গাল পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: তামিলনাড়ু
🦜ভেল্লোর পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: তামিলনাড়ু
🦜ভেট্টানগুড়ি পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: তামিলনাড়ু
🦜নবাবগঞ্জ পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: উত্তরপ্রদেশ
🦜পাটনা পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: উত্তরপ্রদেশ
🦜সান্দি পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: উত্তরপ্রদেশ
🦜ওখলা পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: উত্তরপ্রদেশ
🦜চিন্তামণি কর পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: পশ্চিমবঙ্গ
🦜কুলিক পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: পশ্চিমবঙ্গ
🦜রসিকবিল পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: পশ্চিমবঙ্গ
🦜ঘানা পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: রাজস্থান
🦜ভরতপুর পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: রাজস্থান
🦜নলবানা পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: ওড়িশা
🦜চিল্কা লেক পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: ওড়িশা
🦜হরিকা লেক পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: পাঞ্জাব
🦜কিতাম পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: সিকিম
🦜আসান ব্যারেজ পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: উত্তরাখণ্ড
🦜উধুয়া লেক পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: ঝাড়খণ্ড
🦜সেলিম আলী পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: গোয়া
🦜নাগি ড্যাম পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: বিহার
🦜নজফগড় ড্রেইন পখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: দিল্লী
ভারতের বিভিন্ন পাখিরালয় PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের বিভিন্ন পাখিরালয়
File Format: PDF
No. of Pages: 02
File Size: 125 KB
No comments:
Post a Comment