৫৩,৬০০ টাকা বেতনে LIC -তে প্রচুর কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি
নমস্কার বন্ধুরা .....
তোমাদেরকে আজকে আমরা শেয়ার করবো LIC -তে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি নিয়ে। তোমরা যারা একটা ভালো চাকরী খুজছো তোমরা অবশ্যই এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ে নাও এবং আবেদন করে দাও। কারন এটি খুবই উপযোগী একটি চাকরী।
পদের নাম ➥ Assistant Administrative Officers
মোট শূন্যপদ ➥ ৩০০ টি
শিক্ষাগত যোগ্যতা ➥ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Bachelor’s Degree করা থাকলে আবেদন করতে পারবে।
মাসিক বেতন ➥ ৫৩,৬০০ টাকা
বয়সসীমা ➥ ১লা জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন শুরু ➜ ১৫ই জানুয়ারি ২০২৩
আবেদন শেষ ➜ ৩১শে জানুয়ারি ২০২৩
আবেদন পদ্ধতি ➥ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা (Preliminary & Main Exam)-এর মাধ্যমে।
আবেদন মুল্য ➥
- Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৭০০ টাকা।
- SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৮৫ টাকা।
গুরুত্বপূর্ণ লিংক ➥
Official | Link |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
আবেদন করার লিংক | Click Here |
No comments:
Post a Comment