Breaking




Monday, 12 December 2022

WBPSC প্রাণী ও সম্পদ উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ

PSC প্রাণী ও সম্পদ উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ 

WBPSC প্রাণী ও সম্পদ উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ
WBPSC প্রাণী ও সম্পদ উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ 
ইচ্ছুক চাকরী প্রার্থী ......
তোমাদের জন্য আজকে শেয়ার করছি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের প্রাণী ও সম্পদ উন্নয়ন দপ্তরে পশু চিকিৎসক অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি নিয়ে। যে বিজ্ঞপ্তিটিতে উক্ত পদের সমস্থ গুরুত্বপূর্ণ তথ্য গুলি সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকবে যে তথ্য গুলি তোমাদের উক্ত পদে আবেদনের সমস্থ একটি ধারনা আসবে। 
সুতরাং সময় নষ্ট না করে তাড়াতাড়ি সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ে নাও এবং আবেদন করারা ইচ্ছা থাকলে উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করে নাও। 

পদের নাম ➜ Veterinary Officer

মোট শূন্যপদ ➜ ১৫৮ টি

শিক্ষাগত যোগ্যতা ➜ ইন্ডিয়ান ‌Veterinary Council অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Veterinary Science/ Animal Husbandry (B.V.Sc & A.H) -তে ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা ➜ ১লা জানুয়ারী ২০২২ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন ➜ প্রতিমাসে বেতন ৬৫,০১৫/- টাকা।

আবেদন শুরু ➜ ১৯ ডিসেম্বর ২০২২
আবেদন শেষ ➜ ২০২৩ জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত

আবেদন পদ্ধতি ➜ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে

আবেদন মুল্য আবেদন মুল্য বাবাদ ২১০ টাকা ধার্য করা হয়েছে এবং SC/ ST/ PWD প্রার্থীদের জন্য কোনো রকম আবেদন মুল্য লাগবে না। 

গুরুত্বপূর্ণ লিংক - 

Official Link
অফিশিয়াল নোটিফিকেশন Download Now
 আবেদন লিংক Click Here

No comments:

Post a Comment