Breaking




Thursday, 17 November 2022

কেন্দ্রীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ

কেন্দ্রীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ

কেন্দ্রীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ
কেন্দ্রীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ
চাকরী প্রার্থী .......
আজ তোমাদের আমরা শেয়ার করছি দারুন একটি চাকরীর খবর নিয়ে, যে খবরটি জানার পর তোমাদের উক্ত পদে আবেদন করার জন্য তোমরা বিশেষ ভাবে আগ্রহী হবে। আমরা আজ কেন্দ্রীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-টি নিয়ে তোমাদের সঙ্গে একটি অতি সংক্ষেপে প্রতিবেদন শেয়ার করছি। 
তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পোস্ট পড়ো এবং যদি আগ্রহী হয়ে থাকো অবশ্যই উল্লেখিত তারিখের মধ্যে আবেদন করে দেবে। চলো আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি খবরটি জেনে নেওয়া যাক। 
পদের নাম  Field Engineer/Field Supervisor-ফিল্ড ইঞ্জিনিয়ার/ ফিন্ড সুপারভাইজার

যে সমস্থ ক্ষেত্রে নিয়োগ করা হবে
Field Engineer- 
  • Electrical - ৫০টি পদ
  • Electronics and Communication - ১৫টি পদ
  • IT - ১৫টি পদ 
Field Supervisor- 
  • Electrical - ৪৮০টি পদ 
  • Electronics and Communication - ২৪০টি পদ 
মোট শূন্যপদ ৮০০টি

শিক্ষাগত যোগ্যতা  যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৫ % নম্বর সহ সংশ্লিষ্ট ট্রেডে B.E/ B.Tech/ B.Sc (Engg) করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা   ১১ই ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৯ বছরের মধ্যে হতে হবে। এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন ➜ 
Field Engineer - ৩০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত
Field Supervisor - ২৩,০০০ টাকা থেকে ১,০৫,০০০ টাকা পর্যন্ত

আবেদন শুরু২১শে নভেম্বর ২০২২
আবেদন শেষ১১ই ডিসেম্বর ২০২২

আবেদন পদ্ধতি ইচ্ছুক প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। যার লিংক আমরা পোস্টের নীচে দিয়ে দিয়েছি। 

নিয়োগ পদ্ধতি প্রার্থীদের Screening Test ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মুল্য জেনারেল দের Field Engineer পদের জন্য ৪০০ টাকা এবং Field Supervisor পদের জন্য ৩০০ টাকা আবেদন মুল্য লাগবে এবং SC/ ST/ PWD/ Ex-SM প্রার্থীদের জন্য কোনো রকম আবেদন মুল্য লাগবেনা। 

গুরুত্বপূর্ণ লিংক  ➜

Official Link
অফিশিয়াল নোটিফিকেশন Download Now
 আবেদন লিংক Click Here

No comments:

Post a Comment