উচ্চমাধ্যমিক পাশে UPSC NDA পদে কর্মী নিয়োগ
স্নেহের চাকরী প্রার্থী .....
আমরা আজকে UPSC-এর পক্ষ থেকে NATIONAL DEFENCE ACADEMY & NAVAL ACADEMY EXAMINATION পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করছি। যে আলোচনাটি আমরা খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাবে তোমাদের সঙ্গে করবো। যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। আমরা আজকে এই পদে আবেদনের সমস্থ গুরুত্বপূর্ণ তথ্য গুলি তোমাদের সামনে তুলে ধরছি।
সুতরাং আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি এই পদে আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য গুলি পড়ে নাও এবং উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করে দাও।
পদের নাম ➢ National Defence Academy
মোট শূন্যপদ ➢ ৩৭০ টি।
শিক্ষাগত যোগ্যতা ➢ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবে।
পদের নাম ➢ Naval Academy Exam
মোট শূন্যপদ ➢ ২৫ টি।
শিক্ষাগত যোগ্যতা ➢ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবে।
বয়সসীমা ➢ উভয় পদের ক্ষেত্রেই প্রার্থীকে ২রা জুলাই ২০০৪ থেকে ১লা জুলাই ২০০৭ তারিখের মধ্যে জন্ম হয়ে থাকতে হবে।
আবেদন শুরু ➜ ২১শে ডিসেম্বর ২০২২
আবেদন শেষ ➜ ১০ই জানুয়ারি ২০২৩
আবেদন পদ্ধতি ➢ প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ➢ প্রার্থীদের Psychological Aptitude Test and Intelligence Test -এর মাধ্যমে নিয়োগ করা হবে।
পরীক্ষা কেন্দ্র ➢ পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য কলকাতা
গুরুত্বপূর্ণ লিংক ➢
Official | Link |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
অফিশিয়াল সাইট | Click Here |
No comments:
Post a Comment