গ্র্যাজুয়েশন পাশে ISRO -তে কর্মী নিয়োগ
স্নেহের ছাত্রছাত্রীরা ......
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ISRO-এর পক্ষ থেকে গ্র্যাজুয়েশন পাশে অসংখ্য শূন্য পদে একটি চাকরীর বিজ্ঞপ্তি নিয়ে। যে বিজ্ঞপ্তিটিতে আমরা পদের নাম, শূন্যপদ, বেতন, বয়স, আবেদন পদ্ধতি, আবেদন মুল্য এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য গুলি অতি সংক্ষিপ্ত আকারে শেয়ার করছি তোমাদের সঙ্গে।
সুতরাং তোমরা প্রথমে নীচে দেওয়া আবেদন এর সম্পূর্ণ তথ্য গুলি ভালোভাবে পড়ে নেবে এবং তারপর উল্লেখিত নিয়মাবলী অনুযায়ী আবেদন করে দেবে উল্লেখিত সময়ের মধ্যে।
পদের নাম | শূন্যপদ |
---|---|
Assistant | ৩৩৯ টি |
Junior Personal Assistant | ১৬ টি |
Upper Division Clerk | ১৬ টি |
Stenographers | ১৪ টি |
শিক্ষাগত যোগ্যতা ➺
- ৬০ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।
- Stenographers পদের ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা সহ ইংরেজিতে প্রতি মিনিটে ৬০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা ➺ ৯ই জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে ২৮ বছর বয়সের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➺২৫,৫০০ টাকা
নিয়োগ স্থান ➺ Ahmedabad, Bengaluru, Hassan, Hyderabad, Sriharikota, Thiruvananthapuram, New Delhi
আবেদন শুরু ➢ ২০শে ডিসেম্বর ২০২২
আবেদন শেষ ➢ ৯ই জানুয়ারি ২০২৩
আবেদন পদ্ধতি ➢ প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পরীক্ষা কেন্দ্র ➺ পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য কলকাতা
নিয়োগ পদ্ধতি ➺ লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূলয় ➺
- GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা।
- SC/ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ লিংক ➢
Official | Link |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
আবেদন করার লিংক | Click Here |
No comments:
Post a Comment