Breaking




Tuesday, 20 December 2022

একনজরে ২০২২ ফিফা বিশ্বকাপ || FIFA World Cup 2022

একনজরে ২০২২ ফিফা বিশ্বকাপ || FIFA World Cup 2022

একনজরে ২০২২ ফিফা বিশ্বকাপ || FIFA World Cup 2022
একনজরে ২০২২ ফিফা বিশ্বকাপ || FIFA World Cup 2022
ডিয়ার ফুটবল প্রেমী ছাত্রছাত্রী ......
আমরা আজকে গত রবিবার অর্থাৎ ১৮ই ডিসেম্বর শেষ হওয়া ফিফা বিশ্বকাপ ২০২২ নিয়ে একটি সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ একটি পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে পোস্টটিতে আমরা ২০২২ এর ফিফা বিশ্বকাপর সম্পর্কে একটি সম্পূর্ণ একটি ধারনা দেবো। যে পোস্টটি আমরা এমন ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে পোস্টটি তোমাদের পড়তে এবং মনে রাখতে খুব সুবিধা এবং ভালো লাগে। 
তাই তোমরা একটি সময় নিয়ে নীচে দেওয়া পোস্টটি খুব ভালোভাবে দেখে নাও এবং নিজেকে কাতার ফিফা বিশ্বকাপ ২০২২ সম্পর্কে অবগত রাখো। 

একনজরে কাতার ফুটবল বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপ ২০২২ তথ্য
সংস্করণ ২২তম
হোস্ট কাতার
ম্যাসকট লায়েব (La’eeb)
অফিশিয়াল বল Adidas Al Rihla
অফিশিয়াল গান Hayya Hayya
খেলা শুরু ২০শে নভেম্বর ২০২২
খেলা শেষ ১৮ই ডিসেম্বর ২০২২
উদ্বোধনী ম্যাচ আল বাইত স্টেডিয়াম, কাতার
ফাইনাল ম্যাচ লুসাইল আইকনিক স্টেডিয়াম, কাতার
অংশগ্রহণকারী দল ৩২টি
মোট ম্যাচ সংখ্যা ৬৪টি
গোল সংখ্যা ১৭২টি
চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
রানার-আপ ফ্রান্স
তৃতীয় স্থান ক্রোয়েশিয়া
চতুর্থ স্থান মরক্কো
শীর্ষ গোলদাতা (গোল্ডেন বুট) কিলিয়ান এমবাপে (৮টি গোল)
সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) লিওনেল মেসি
সেরা যুব খেলোয়াড় এনসো ফের্নান্দেস
সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস) এমিলিয়ানো মার্তিনেস
ফেয়ার প্লে পুরস্কার ইংল্যান্ড
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো
ফিফা সদর দপ্তর জুরিখ, সুইজারল্যান্ড


No comments:

Post a Comment