উচ্চমাধ্যমিক পাশে বন দপ্তরে গ্রুপ-সি পদে পদে কর্মী নিয়োগ
ডিয়ার চাকরী প্রার্থী ......
তোমাদের জন্য আজকে আমরা দারুন একটি চাকরীর খবর নিয়ে হাজির হয়েছি,আমরা আজকে উচ্চমাধ্যমিক পাশে বন দপ্তরে Group-C পদে পদে কর্মী নিয়োগ-এর বিজ্ঞপ্তিটি নিয়ে একটি সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ তথ্য গুলি দিয়ে একটি প্রতিবেদন তোমাদের জন্য শেয়ার করছি। যে প্রতিবেদনটিতে আবেদনের যোগ্যতা, বয়স, সময়, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য গুলি থাকছে।
সুতরাং তোমরা অতি অবশ্যই নীচের তথ্য গুলি পড়ে নাও এবং আবেদন করার ইচ্ছা থাকলে অবশ্যই উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করে দাও।
পদের নাম ➜
- Lab Technician
- Technician
- Technical Assistant
- Lower Division Clerk
- Forest Guard
- Steno Grade II
- Store Keeper
- Driver Ordinary Grade
- Multi Tasking Staff
মোট শূন্যপদ ➜
- Lab Technician- ২৩ টি
- Technician- ০৬ টি
- Assistant- ০৭ টি
- LDC- ০৫ টি
- Forest Guard- ০২ টি
- Steno- ০১ টি
- Store Keeper- ০২ টি
- Driver- ০৪ টি
- MTS- ২২ টি
শিক্ষাগত যোগ্যতা ➜
- Lab Technician- বিজ্ঞান শাখায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
- Technician- মাধ্যমিক পাশ হতে হবে এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
- Assistant- স্নাতক/৩ বছরের ডিপ্লোমা/উচ্চমাধ্যমিক পাশ এবং ২ বছরের ডিপ্লোমা করা থাকতে হবে।
- LDC- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে।
- Forest Guard- বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ এবং শারীরিক মাপযোগ।
- Steno- উচ্চমাধ্যমিক পাশ, টাইপিং স্পিড এবং কম্পিউটার কোর্স করা থাকতে হবে।
- Store Keeper- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
- Driver- মাধ্যমিক পাশ, ড্রাইভিং লাইসেন্স এবং কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা।
- MTS- মাধ্যমিক পাশ এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা ➜
- Lab Technician- ১৮ বছর থেকে ৩০ বছর
- Technician- ১৮ বছর থেকে ৩০ বছর
- Assistant- ২১ বছর থেকে ৩০ বছর
- LDC- ১৮ বছর থেকে ২৭ বছর
- Forest Guard- ১৮ বছর থেকে ২৭ বছর
- Steno- ১৮ বছর থেকে ২৭ বছর
- Store Keeper- ১৮ বছর থেকে ২৭ বছর
- Driver- ১৮ বছর থেকে ২৭ বছর
- MTS- ১৮ বছর থেকে ২৭ বছর
- সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।
আবেদন শুরু ➢ ২০শে ডিসেম্বর ২০২২
আবেদন শেষ ➢ ১৯শে জানুয়ারি ২০২৩
আবেদন পদ্ধতি ➜ প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
নিয়োগ পদ্ধতি ➜ প্রার্থীদের কম্পিউটার টেস্ট , লিখিত পরীক্ষা, স্কিল/ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মুল্য ➜
- Gen/OBC/EWS দের জন্য অ্যাপ্লিকেশান ফ্রী বাবদ ৮০০ টাকা এবং প্রোসেসিং ফ্রী ববদ ৭০০ টাকা অর্থাৎ মোট ১৫০০ টাকা লাগবে।
- SC/ST/PWD/Female দের জন্য শুধুমাত্র প্রোসেসিং ফ্রী ববদ ৭০০ টাকা লাগবে, কোনো রকম অ্যাপ্লিকেশান ফ্রী লাগবে না।
গুরুত্বপূর্ণ লিংক ➜
Official | Link |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
আবেদন করার লিংক | Click Here |
No comments:
Post a Comment