মাধ্যমিক পাশে ভারতীয় বায়ু সেনায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি
ডিয়ার ইচ্ছুক প্রার্থী .......
ইতিমধ্যেই Indian Air Force-এর পক্ষ থেকে প্রকাশিত পেয়েছে ভারতীয় বায়ু সেনায় নিয়োগের একটি বিজ্ঞপ্তি। আমাদের আজকের আলোচনার বিষয় হছে এই ভারতীয় বায়ু সেনায় নিয়োগের বিজ্ঞপ্তিটি নিয়ে। আমরা তোমাদের সঙ্গে এই পোস্টে আবেদনের সম্পূর্ণ তথ্য গুলি খুব সহজ এবং সুন্দর ভাবে তুলে ধরবো।
তাই তোমরা মনোযোগ সহকারে পোস্টটি পড়ে নাও এবং যদি আবেদন করারা ইচ্ছা যায় অবশ্যই নীচে উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করে নেবে।
পদের নাম ➜ Air Force Apprenticeship
যে সমস্থ ক্ষেত্রে নিয়োগ করা হবে ➜ Machinist, Sheet Metal, Welder, Electronics Mechanic, Carpenter, Electrician Aircraft, Fitter/ Mechanic
মোট শূন্যপদ ➜ ১০৮ টি।
- Machinist - ০৩টি
- Sheet Metal - ১৫টি
- Welder - ০৪টি
- Electronics Mechanic - ১৩টি
- Carpenter - ০২টি
- Electrician Aircraft - ৩৩টি
- Fitter/ Mechanic - ৩৮টি
শিক্ষাগত যোগ্যতা ➜
- ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
- ৬৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা ➜ ১লা এপ্রিল ২০২৩ এর মধ্যে ১৪ বছর থেকে ২১ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর ছার দেওয়া হবে।
Height- 137cm
Weight- 25.4kg
Stipend ➜ প্রতিমাসে ৮,৮৫৫ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ ➜
- আবেদন শুরু ➜ ১৯শে ডিসেম্বর ২০২২
- আবেদন শেষ ➜ ৫ই জানুয়ারি ২০২৩
- লিখিত ও প্রাকটিক্যাল পরীক্ষা ➜ ২৬শে ফেব্রুয়ারি ২০২৩ - ১লা মার্চ ২০২৩
- রেজাল্ট প্রকাশিত করা হবে ➜ ৩রা মার্চ ২০২৩
- নিয়োগ করা হবে ➜ ৩রা এপ্রিল ২০২৩
আবেদন পদ্ধতি ➜ প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ➜ লিখিত ও প্রাকটিক্যাল পরীক্ষা, মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ লিংক ➜
Official | Link |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
আবেদন লিংক | Click Here |
No comments:
Post a Comment