Breaking




Thursday 28 March 2024

ভারতের বিভিন্ন স্থাপত্য ও প্রতিষ্ঠাতা তালিকা PDF |

ভারতের বিভিন্ন স্থাপত্য - প্রতিষ্ঠাতা || অবস্থান তালিকা PDF

ভারতের বিভিন্ন স্থাপত্য ও প্রতিষ্ঠাতা তালিকা PDF
ভারতের বিভিন্ন স্থাপত্য ও প্রতিষ্ঠাতা তালিকা PDF
ডিয়ার পাঠক পাঠিকা,
আমরা আজকে ভারতের বিখ্যাত স্থাপত্য তালিকা PDF-টি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা আজকের পোস্টটি নীচে তালিকা আকারে সাজিয়ে শেয়ার করছি এবং PDF-টিতেও তালিকা আকারে শেয়ার করছি। যাতে তোমাদের সমস্থ রকমের পড়ার ধরন সম্পর্কে একটি ধারনা তৈরি হয়। আজকের পোস্টটিতে ভারতের কিছু বিখ্যাত স্থাপত্যের নাম, তার প্রতিষ্ঠাতা এবং সেই স্থাপত্যের অবস্থান এই সকল উল্লেখযোগ্য তথ্য গুলি দেওয়া আছে। 
তাই আর দেরি না করে অবশ্যই নীচে দেওয়া পোস্টটি পড়ে নাও এবং PDF-টি সংগ্রহ করে রাখতে পারো যাতে পরে অফলাইনে বা অসময়ে পড়তে পারো। 

ভারতের বিভিন্ন স্থাপত্য


স্থাপত্য প্রতিষ্ঠাতা অবস্থান
তাজমহল শাহজাহান উত্তরপ্রদেশ
নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত সম্রাটগণ বিহার
জামা মসজিদ শাহজাহান দিল্লী
লালকেল্লা শাহজাহান নতুন দিল্লী
কুতুবমিনার কুতুব উদ্দিন আইবক নতুন দিল্লী
আগ্রা দুর্গ আকবর উত্তরপ্রদেশ
আকবরের সমাধি জাহাঙ্গীর উত্তরপ্রদেশ
মতি মসজিদ শাহজাহান উত্তরপ্রদেশ
বুলন্দ দরওয়াজা আকবর উত্তরপ্রদেশ
অজন্তা গুহা গুপ্ত শাসক মহারাষ্ট্র
ভিক্টোরিয়া মেমোরিয়াল ইংরেজ কলকাতা
হাজার দুয়ারী নবাব হুমায়ুন ঝাঁ মুর্শিদাবাদ
ফতেপুর সিক্রি আকবর উত্তরপ্রদেশ
যন্তরমন্তর সোয়াই জয়সিং দিল্লী
বুদ্ধগয়া অশোক বিহার
স্বর্ণ মন্দির গুরু রামদাস পাঞ্জাব
সিটি প্যালেস মহারানা উদয় সিং উদয়পুর
এলাহাবাদ দুর্গ আকবর উত্তরপ্রদেশ
চারমিনার ওয়ালিকুতুব শাহ হায়দ্রাবাদ
কোণার্ক সূর্য মন্দির রাজা নরসিংহ দেব ওড়িশা
মিনাক্ষী মন্দির প্রথম সদয়বর্মন মাদুরাই
বিবি-কা-মকবারা ঔরঙ্গজেব মহারাষ্ট্র
শালিমার বাগ জাহাঙ্গীর জম্মু ও কাশ্মীর
বৌদ্ধস্তূপ অজাতশত্রু রাজগীর
সাঁচি স্তূপ অশোক মধ্যপ্রদেশ
ইন্ডিয়া গেট ইংরেজ নতুন দিল্লী
উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা খারবেল ওড়িশা

ভারতের বিখ্যাত স্থাপত্যের PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name:  ভারতের বিভিন্ন স্থাপত্য ও প্রতিষ্ঠাতা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  130 KB 


No comments:

Post a Comment