Breaking




Sunday, 6 November 2022

SBI Circle Based Officer Recruitment 2022 In Bengali

SBI Circle Based Officer Recruitment 2022 In Bengali

SBI Circle Based Officer Recruitment 2022 In Bengali
SBI Circle Based Officer Recruitment 2022 In Bengali
স্নেহের চাকরী প্রার্থী .....
গত ১৭ই অক্টোবর ২০২২ SBI CBO Recruitment 2022-নোটিশটি বের করে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পক্ষ থেকে। আমরা আজ এই নোটিফিকেশন টির সম্পর্কেই একটি প্রতিবেদন খুবি সহজ এবং সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে শেয়ার করবো। যে প্রতিবেদনটি তোমাদের দারুন ভাবে কাজে আসবে তোমাদের নোটিশটি বুঝতে। 
আমরা আলোচনা করবো উক্ত পদে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে, কত থেকে কত বয়সের মধ্যে আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করতে হবে, আবেদন করে থেকে শুরু এবং কবে শেষ এবং কীভাবে আবেদন করতে ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য গুলি। 
অতএব তোমরা কোনো রকম সময়ের অপচয় না করে তাড়াতাড়ি নীচের দেওয়া তথ্য গুলি মনোযোগ সহকারে পড়ো এবং যদি আবেদন করার ইচ্ছা জাগে অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে দাও, কারন হাতে সময় খুবি কম। 
Details of SBI CBO Vacancy 2022

🎀 পদের নাম ➜ Circle Based Officers (CBO)

🎀 মোট শূন্যপদ  ➜ ১৪০০টি

🎀 শিক্ষাগত যোগ্যতা  ➜ আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে। 

🎀 বয়সসীমা  ➜  ৩০শে সেপ্টেম্বর ২০২২ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এবং সরকারি নিয়ম অনুযায়ী SC,ST,OBC-দের জন্য বয়সের ছাড় থাকছে। 

🎀 মাসিক বেতন  ➜ ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা পর্যন্ত।

আবেদন শুরু  ➜  ১৮ই অক্টোবর ২০২২
আবেদন শেষ  ➜  ৭ই নভেম্বর ২০২২

🎀 আবেদন পদ্ধতি  ➜ প্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।

🎀 আবেদন মুল্য  ➜ Gen & OBC দের জন্য ৭৫০ টাকা এবং SC,ST দের জন্য কোনো আবেদন মুল্য লাগবেনা।

🎀 নিয়োগ পদ্ধতি  ➜ নিয়োগ করা হবে অনলাইন পরীক্ষা, স্ক্রিনিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। 

🎀 গুরুত্বপূর্ণ লিংক  

Official Link
অফিশিয়াল নোটিফিকেশন Download Now
আবেদন করার লিংক Click Here
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

No comments:

Post a Comment