Breaking




Sunday, 6 November 2022

রাজ্যের সাব-ডিভিশন অফিসে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ ২০২২

রাজ্যের সাব-ডিভিশন অফিসে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ ২০২২

রাজ্যের সাব-ডিভিশন অফিসে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ ২০২২
রাজ্যের সাব-ডিভিশন অফিসে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ ২০২২
আগ্রহী চাকরী প্রার্থী .....
তোমাদের জন্য স্বল্প যোগ্যতায় একটি চাকরীর খবর নিয়ে হাজির হয়েছি, যে খবরটি তোমাদের আশাকরছি পড়ে ভালো লাগবে। গত ১৩ই অক্টোবর Nadia Health Recruitment 2022 Notification একটি নোটিশ বেরকরে। আমরা আজ সেই নোটিশটির একটি প্রতিবেদন তোমাদের সামনে তুলে ধরলাম। 
তোমরা অবশ্যই মনোযোগ সহকারে প্রতিবেদনটি পড়ো এবং যদি আবেদন করার আগ্রহী হও অবশ্যই উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করে দাও। 

পদের নাম ➺ আশা কর্মী (ASHA- Accredited Social Health Activist)

নিয়োগ স্থান ➺ নদীয়া জেলার হরিণঘাটা, চাকদহ, কল্যাণী এবং তেহট্ট ১নং ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ মোট ২২ টি শূন্যপদ।
  1. হরিণঘাটা - ৬টি
  2. চাকদহ - ৯টি
  3. কল্যাণী - ৬টি
  4. তেহট্ট ১নং ব্লক - ১টি

শিক্ষাগত যোগ্যতা ➺ 
  • প্রার্থীরকে মাধ্যমিক পাশ হতে হবে। 
  • কেবলমাত্র বিবাহিতা/ডিভোর্সী/বিধবা মহিলারা আবেদন করতে পারবে।
  • আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা ➺ প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে SC,ST  প্রার্থীর ২২ বয়স থেকেই আবেদন করতে পারবে। 

মাসিক বেতন ৪.৫০০ টাকা বেতন দেওয়া হবে এবং কাজের উপর ভিত্তি করে উৎসাহ ভাতা দেওয়া হবে।

আবেদন শুরু ➺ ১৪ই অক্টোবর ২০২২
আবেদন শেষ ➺ ১১ই নভেম্বর ২০২২

আবেদন পদ্ধতি  আবেদন করতে কেবলমাত্র অফলাইনের মাধ্যমে। 

আবেদন কীভাবে করবে প্রথমে নীচে দেওয়া আবেদন পত্রটি প্রিন্ট আউট করতে হবে এবং তারপর সঠিক ভাবে পূর্ণ করে। যে সমস্থ প্রমানপত্র গুলি দেবার কথা বলা থাকবে সেই গুলি আবেদন পত্রের সঙ্গে যুক্ত একটি একটি খামের মধ্যে দিয়ে উল্লেখিত ঠিকানায় গিয়ে দিয়া আসতে হবে। 

প্রয়োজনীয় ডকুমেন্টস ➺ 
  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • জাতিগত শংসাপত্র
  • বসবাসের প্রমাণপত্র
  • নিজের সই করা ছবি
  • অন্যান নথিপত্র
আবেদন করার ঠিকানা ➺ নিজ নিজ এলাকার বিডিও অফিসের নির্দিষ্ট ড্রপ বাক্সে।

আবেদন মুল্য উক্ত পদ গুলিতে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মুল্য লাগবেনা। 

গুরুত্বপূর্ণ লিংক ➺  
Official Link
হরিণঘাটা ব্লকের নোটিশ Download Now
চাকদহে ব্লকের নোটিশ Download Now
কল্যাণী ব্লকের নোটিশ Download Now
তেহট্ট ১নং ব্লকের নোটিশ Download Now
আবেদন ফর্ম Download Now
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

No comments:

Post a Comment