প্রাইমারি টেট গণিত পেডাগগি কুইজ || Primary TET Mathematics Pedagogy Quiz Episode :: 01
ডিয়ার টেট প্রার্থী ......
তোমরা যারা টেট পরীক্ষা দেবে তোমরা সকলেই জানো যে এই বছর প্রাইমারি বোর্ড একটি নতুন সিলেবাস বের করে। যার মধ্যে যে পাঁচটি বিষয় আছে প্রতিটি বিষয়েই পেডাগগি যুক্ত করেছে। তাই তোমাদের সেই পাঁচটি বিষয় প্র্যাকটিস করার পাশাপাশি সেই বিষয়ের পেডাগগি প্রশ্ন গুলিও প্র্যাকটিস করতে হবে।
তাই আমরা আজ গণিত পেডাগগি মক টেস্ট টি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে কুইজটির মধ্যে গণিত বিষয়ের বাছাই করা পেডাগগি প্রশ্ন গুলি দেওয়া আছে। যে প্রশ্ন গুলি তোমাদের দারুন ভাবে কাজে আসবে আশা করা যায়।
তোমাদের প্রশ্ন গুলি কতটা কাজে আসবে সেটা তোমরা কুইজটিতে অংশগ্রহন করেলি বুঝতে পারবে। অতএব আর কোনো সময় নষ্ট না করে তাড়াতাড়ি কুইজটিতে অংশগ্রহন করে নাও এবং যদি কুইজটি ভালো লেগে থাকে কমেন্ট করে পরের পর্বের কুইজের জন্য জানাবে।
প্রাইমারি টেট গণিত পেডাগগি কুইজ
Sohojogita.. | প্রস্তুতি |
---|---|
পরীক্ষা | WB প্রাইমারী টেট |
বিষয় | গণিত পেডাগগি |
Episode | ০১ |
পূর্ণমান | ৩০ |
প্রশ্ন সংখ্যা | ৩০ |
সময় | ৬০ সেকেন্ড / প্রশ্ন |
আমাদের সহযোগিতা তোমাদের সাফল্য
Time's Up
score:
No comments:
Post a Comment