স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভা PDF | First Cabinet of India In Bengali PDF
ডিয়ার স্টুডেন্টস,
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি আমাদের দেশ স্বাধীন হবার পর যে প্রথম মন্ত্রীসভা গঠিত হয়েছিলো অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভা তালিকা PDF- যে PDF-টিতে খুব সুন্দর ভাবে বিভিন্ন পদের প্রথম মন্ত্রীদের নাম দেওয়া আছে। যে পোস্টটি ভারতের ইতিহাস বিভাগে জিকে বিষয়ে দারুন উপযোগী একটি পোস্ট।
সুতরাং তোমরা কোনো রকম সময় নষ্ট না করে ঝটাপট নীচের দেওয়া প্রশ্ন গুলি মুখস্থ করে নাও এবং সঙ্গে PDF-টিও সংগ্রহ করে নাও যাতে অসময়ে পড়তে পারো অফলাইনে।
স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভা প্রশ্ন তালিকা
🧑🎓 স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
➦ জওহরলাল নেহেরু
🧑🎓 স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন ?
➦ সর্দার বল্লবভাই প্যাটেল
🧑🎓 স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী কে ছিলেন ?
➦ সর্দার বল্লবভাই প্যাটেল
🧑🎓 স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন ?
➦ সর্দার বলদেব সিং
🧑🎓 স্বাধীন ভারতের প্রথম রেল ও পরিবহণ মন্ত্রী কে ছিলেন ?
➦ ড. জন মাথাই
🧑🎓 স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ?
➦ মৌলানা আবুল কালাম আজাদ
🧑🎓 স্বাধীন ভারতের প্রথম তথ্য ও সম্প্রচার মন্ত্রী কে ছিলেন ?
➦ আর. আর. দিবাকর
🧑🎓 স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন ?
➦ ড. বি. আর. আম্বেদকর
🧑🎓 স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন ?
➦ আর. কে. সম্মুখম চেট্টি
🧑🎓 স্বাধীন ভারতের প্রথম খাদ্য এবং কৃষি মন্ত্রী কে ছিলেন ?
➦ ড. রাজেন্দ্র প্রসাদ
🧑🎓 স্বাধীন ভারতের প্রথম শ্রমমন্ত্রী কে ছিলেন ?
➦ জগজীবন রাম
🧑🎓 স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী কে ছিলেন ?
➦ ড. শ্যামাপ্রসাদ মুখার্জি
🧑🎓 স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্য মন্ত্রী কে ছিলেন ?
➦ রাজকুমারী অমৃত কাউর
🧑🎓 স্বাধীন ভারতের প্রথম বিদ্যুৎ ও কয়লা মন্ত্রী কে ছিলেন ?
➦ নারহার বিষ্ণু গাদগিল
🧑🎓 স্বাধীন ভারতের প্রথম যোগাযোগ মন্ত্রী কে ছিলেন ?
➦ রফি আহমেদ কিদোয়াই
প্রথম মন্ত্রীসভার PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভা
File Format: PDF
No. of Pages: 01
File Size: 100 KB
No comments:
Post a Comment