ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তালিকা PDF
![]() |
ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম PDF |
সুপ্রিয় বন্ধুরা... ..
আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীদের নাম তালিকা গুলি PDF আকারে। তোমারা প্রথমে নীচে দেওয়া তালিকাটি ভালোভাবে মুখস্থ করবে এবং যদি ভালো লাগে অবশ্যই PDF-টি সংগ্রহ করে নেবে যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো।
আমরা যেহেতু সকলেই জানি যে এই সকল স্ট্যাটিক জিকে গুলি থেকে প্রশ্ন সকল চাকরীর পরীক্ষা গুলিতে আসে সেহেতু আর দেরি না করে অবিলম্বে আজকের টপিকটি খুব ভালোভাবে দেখে নেওয়া যাক।
ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীদের তালিকা
রাজ্য | প্রথম মহিলা মুখ্যমন্ত্রী |
---|---|
পশ্চিমবঙ্গ | মমতা ব্যানার্জি |
উত্তর প্রদেশ | সুচেতা কৃপালিনী (ভারতে প্রথম) |
উড়িষ্যা | নন্দিনী সতপথী |
বিহার | রাবড়ি দেবী |
দিল্লি | সুষমা স্বরাজ |
জম্মু ও কাশ্মীর | মেহবূবা মুফতি |
আসাম | সৈয়দা আনোয়ারা তৈমূর |
গোয়া | শশীকলা কাকোড়কর |
পাঞ্জাব | রাজিন্দর কাউর ভাট্টাল |
তামিলনাড়ু | জনকী রামচন্দ্রন |
গুজরাট | আনন্দীবেন প্যাটেল |
মধ্যপ্রদেশ | উমা ভারতী |
রাজস্থান | বসুন্ধরা রাজে |
দমন ও দিউ | শশীকলা কাকোড়কর |
ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীদের তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীদের তালিকা
File Format: PDF
No. of Pages: 01
File Size: 147 KB
No comments:
Post a Comment