ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা PDF || List of Finance Commission of India PDF
ডিয়ার ভারতবাসী,
তোমাদের সঙ্গে শেয়ার করছি ভারতের অর্থ কমিশনের তালিকা PDF-টি। যে পোস্টটিতে ভারত স্বাধীনতা লাভের পর গঠিত অর্থ কমিশনের প্রতিষ্ঠাকাল, চেয়ারম্যান ও কার্যকাল গুলি খুব সুন্দর ভাবে তালিকা আকারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে পোস্টটি তোমাদের প্রশ্ন আকাক্রে এবং PDF-টি তালিকা আকাক্রে শেয়ার করলাম। যাতে তোমাদের সমস্থ ধরনের প্রশ্নের ধরন সম্পর্কে ধারনা আসে এবং মুখস্থ রাখতে সুবিধা হয়।
সংক্ষিপ্ত তথ্য - অর্থ কমিশন হল একটি সাংবিধানিক সংস্থা যা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে আর্থিক সম্পর্ককে সংজ্ঞায়িত করে। অর্থ কমিশনের সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। ভারতের রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন, যার মধ্যে একজন সভাপতি এবং চারজন সদস্য থাকে। যেটা ভারতের সংবিধানের ধারা 280 অর্থ কমিশনের সাথে সম্পর্কিত এবং ধারা 243 রাজ্য অর্থ কমিশনের সাথে সম্পর্কিত। পঞ্চায়েত ও পৌরসভার আর্থিক অবস্থা পর্যালোচনা করার জন্য রাজ্যপাল প্রতি পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন।
ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা
কমিশন | প্রতিষ্ঠাকাল | চেয়ারম্যান | কার্যকাল |
---|---|---|---|
1ম | 1951 | কে. সি. নিয়োগী | 1952-57 |
2য় | 1956 | কে. সান্থানাম | 1957-62 |
3য় | 1960 | এ. কে. চন্দ | 1962-66 |
4র্থ | 1964 | পি. ভি. রাজমান্নার | 1966-69 |
5ম | 1968 | মহাবীর ত্যাগী | 1969-74 |
6ষ্ঠ | 1972 | কে. ব্রহ্মানন্দ রেড্ডি | 1974-79 |
7ম | 1977 | জে. এম. শেলাত | 1979-84 |
8ম | 1983 | ওয়াই বি চবন | 1984-89 |
9ম | 1987 | এন. কে. পি. সালভে | 1989-95 |
10ম | 1992 | কে. সি. পান্থ | 1995-2000 |
11তম | 1998 | এ. এম. খুশরো | 2000-05 |
12তম | 2002 | সি. রঙ্গরাজন | 2005-10 |
13তম | 2007 | ড. বিজয় এল. কেলকর | 2010-15 |
14তম | 2013 | ড. ওয়াই. ভি. রেড্ডি | 2015-20 |
15তম | 2017 | এন. কে. সিং | 2020-26 |
16তম | 2023 | অরবিন্দ পানাগড়িয়া | 2026-31 |
ভারতের অর্থ কমিশনের চেয়ারম্যান
▰ প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
⥅ কে.সি. নিয়োগী
▰ দ্বিতীয় অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
⥅ কে. সান্থানাম
▰ তৃতীয় অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
⥅ এ. কে. চন্দ
▰ চতুর্থ অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
⥅ পি.ভি. রাজমান্নার
▰ পঞ্চম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
⥅ মহাবীর ত্যাগী
▰ ষষ্ঠ অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
⥅ কে. ব্রহ্মানন্দ রেড্ডি
▰ সপ্তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
⥅ জ়ে.এম. সেলাত
▰ অষ্টম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
⥅ ওয়াই বি চ্যবন
▰ নবম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
⥅ এন.কে.পি. সালভে
▰ দশম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
⥅ কে.সি. পন্থ
▰ একাদশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
⥅ এ.এম. খুশরু
▰ দ্বাদশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
⥅ সি. রঙ্গরাজন
▰ ত্রয়োদশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
⥅ ড. বিজয় কেলকর
▰ চতুর্দশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
⥅ ড. ওয়াই.ভি. রেড্ডি
▰ পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
⥅ এন. কে. সিং
▰ ষষ্ঠদশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
⥅ অরবিন্দ পানাগড়িয়া
ভারতের অর্থ কমিশনের গঠন তালিকা প্রশ্ন
▰ প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয় ?
⥅ ১৯৫১ সালে
▰ দ্বিতীয় অর্থ কমিশন কবে গঠিত হয় ?
⥅ ১৯৫৬ সালে
▰ তৃতীয় অর্থ কমিশন কবে গঠিত হয় ?
⥅ ১৯৬০ সালে
▰ চতুর্থ অর্থ কমিশন কবে গঠিত হয় ?
⥅ ১৯৬৪ সালে
▰ পঞ্চম অর্থ কমিশন কবে গঠিত হয় ?
⥅ ১৯৬৮ সালে
▰ ষষ্ঠ অর্থ কমিশন কবে গঠিত হয় ?
⥅ ১৯৭২ সালে
▰ সপ্তম অর্থ কমিশন কবে গঠিত হয় ?
⥅ ১৯৭৭ সালে
▰ অষ্টম অর্থ কমিশন কবে গঠিত হয় ?
⥅ ১৯৮৩ সালে
▰ নবম অর্থ কমিশন কবে গঠিত হয় ?
⥅ ১৯৮৭ সালে
▰ দশম অর্থ কমিশন কবে গঠিত হয় ?
⥅ ১৯৯২ সালে
▰ একাদশ অর্থ কমিশন কবে গঠিত হয় ?
⥅ ১৯৯৮ সালে
▰ দ্বাদশ অর্থ কমিশন কবে গঠিত হয় ?
⥅ ২০০২ সালে
▰ ত্রয়োদশ অর্থ কমিশন কবে গঠিত হয় ?
⥅ ২০০৭ সালে
▰ চতুর্দশ অর্থ কমিশন কবে গঠিত হয় ?
⥅ ২০১৩ সালে
▰ পঞ্চদশ অর্থ কমিশন কবে গঠিত হয় ?
⥅ ২০১৭ সালে
▰ ষষ্ঠদশ অর্থ কমিশন কবে গঠিত হয় ?
⥅ ২০২৩ সালে
ভারতের অর্থ কমিশনের PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের অর্থ কমিশনের তালিকা
File Format: PDF
No. of Pages: 01
File Size: 105 KB
No comments:
Post a Comment