Breaking




Tuesday, 16 July 2024

বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ,তালিকা PDF

বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ - তালিকা PDF | List of Diseases Caused by Various Metals and Minerals PDF

বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ - তালিকা PDF
বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ - তালিকা PDF 
নমস্কার বন্ধুরা.
আজকে তোমাদের একটি অজানা তথ্যের পোস্ট শেয়ার করছি, যে পোস্টটি তোমাদের অনেকের জানা আবার অনেকের অজানা আজকে আমরা যে পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই পোস্টটি তোমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও সাহায্য করবে তার সঙ্গে বিশেষ ভাবে কাজে আসবে তোমাদের জীবনের কিছু সাবধানতা বজায় রাখতে।
আমরা আজ বিভিন্ন ধাতু ও খনিজ পদার্থ ঘটিত রোগ তালিকা PDF-টি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অবশ্যাই পোস্টটি মনোযোগ সহা কারে পড়বে কারন এই পোস্টটি পড়ে রাখলে তোমাদের বাস্তব জীবনের ক্ষেত্রে দারুন ভাবে কাজে আসবে এবং তার পাশাপাশি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেতো কাজে আসবেই।
অতএব সময় অপচয় না করে তাড়াতাড়ি পড়ে নাও কোন ধাতু এবং কোন খনিজ পদার্থ থেকে কি রোগ হয়। আমরা নীচে প্রশ্ন আকারে তোমাদের জন্য পোস্টটি দিলাম যাতে তোমাদের মনে রাখতে এবং মুখস্থ রাখতে সুবিধা হয়। 

বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ সমূহ

মিনামাটা রোগ কিসের কারণে হয় ?
Ans :: পারদ 

ব্ল্যাকফুট রোগ কিসের কারণে হয় ?
Ans :: আর্সেনিক

পিঙ্ক ডিজিজ রোগ কিসের কারণে হয় ?
Ans :: পারদ

লিউকেমিয়া রোগ কিসের কারণে হয় ? 
Ans :: বেনজিন বাষ্প

বাইসিনোসিস রোগ কিসের কারণে হয় ?
Ans :: তুলা

ব্লু বেবি সিনড্রম রোগ কিসের কারণে হয় ?
Ans :: নাইট্রেটস

হোয়াইট লাঙ্গ ক্যানসার রোগ কিসের কারণে হয় ?
Ans :: অ্যাসবেসটস

ইটাই ইটাই রোগ কিসের কারণে হয় ?
Ans :: ক্যাডমিয়াম

সিলিকোসিস স্ফটিক রোগ কিসের কারণে হয় ?
Ans :: সিলিকা ধুলা

সিডেরোসিস রোগ কিসের কারণে হয় ?
Ans :: লোহা

 প্লাম্বিজম রোগ কিসের কারণে হয় ?
Ans :: সীসা

➊➋ ডিসলেক্সিয়া রোগ কিসের কারণে হয় ?
Ans :: সীসা

➊➌ ডেভন কলিক রোগ কিসের কারণে হয় ?
Ans :: সীসা

➊➍ ডার্মাটাইটিস রোগ কিসের কারণে হয় ?
Ans :: ক্রোমিয়াম

➊➎ মেসোথেলিওমা রোগ কিসের কারণে হয় ?
Ans :: অ্যাসবেস্টস

➊➏ ব্ল্যাক লাং রোগ কিসের কারণে হয় ?
Ans :: কয়লা

➊➐ ত্বকের ক্যানসার রোগ কিসের কারণে হয় ?
Ans :: CFC দ্বারা ওজোন স্তরের ক্ষয়ের ফলে আগত আলট্রাভায়োলেট রশ্মি

➊➑ সিস্টোসোমিয়েসিস রোগ কিসের কারণে হয় ?
Ans :: কৃমির দ্বারা হয় যা দূষিত জলে বাস করে এবং জল-শালুকের দ্বারা বাহিত হয়

বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ PDF -টি সংগ্রহ করতে নীচের Download Now লেখায় ক্লিক করুন

File Details ::

File Name:  বিভিন্ন ধাতু ও খনিজ পদার্থ ঘটিত রোগ

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  100 KB 


No comments:

Post a Comment