Breaking




Wednesday 7 June 2023

ভারতীয় সংবিধানের ১২টি তফসিল সমূহ

ভারতীয় সংবিধানের ১২টি তফসিল তালিকা PDF || List of 12 Schedules of Indian Constitution PDF

ভারতীয় সংবিধানের ১২টি তফসিল সমূহ
ভারতীয় সংবিধানের ১২টি তফসিল সমূহ
ডিয়ার ভারতবাসী,
আমরা সকলেই জানি যে শুরুতে ভারতীয় সংবিধানে ৮টি তফসিল ছিল। পরবর্তীকালে বিভিন্ন রকম সংবিধান সংশোধনীর মাধ্যমে ৪টি তফসিল যুক্ত করা হয়েছে, অর্থাৎ বর্তমানে ভারতীয় সংবিধানে ১২টি তফসিল আছে। 
আমরা আজ সেই ভারতীয় সংবিধানের ১২টি তফসিল তালিকা PDF -টি খুব সুন্দর এবং সহজ ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে পোস্টটি পড়লে তোমরা ১২টি তফসিল সম্পর্কে একটি সম্পূর্ণ ধারনা তৈরি হয়ে যাবে। 
সুতরাং তোমরা কোনো রকম সময় নষ্ট না করে তাড়াতাড়ি ১২টি তফসিল সম্পর্কে পড়ে নাও এবং নিজেকে ভারতীয় সংবিধানের একটি খুবি গুরুত্বপূর্ণ এবং ছোট্টো তথ্য সম্পর্কে অবগত রাখো। 

ভারতীয় সংবিধানের ১২টি তফসিল

প্রথম তফসিল রাজ্য সমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের নাম, এক্তিয়ার, এলাকা সম্পর্কিত আলোচনা।

দ্বিতীয় তফসিল রাষ্ট্রপতি, রাজ্যপালগন, সুপ্রিমকোর্টের ও হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য ন্যায়বিচারপতিগন, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা।

তৃতীয় তফসিল কেন্দ্রীয় মন্ত্রী, সংসদ, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ, বিধানসভার সদস্যগণ রাজ্যমন্ত্রীগন, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখের শপথ গ্রহণ এবং প্রতিজ্ঞাপূর্বক কথন।

চতুর্থ তফসিল বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার আসন বন্টন।

পঞ্চম তফসিল বিভিন্ন তালিকাভুক্ত এলাকা গুলির শাসনব্যবস্থার বিধান ও নিয়ন্ত্রণ।

ষষ্ঠ তফসিল অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং অরুনাচলপ্রদেশ রাজ্যের বিভিন্ন উপজাতিভুক্ত এলাকার শাসনব্যবস্থার নিয়মাবলী।

সপ্তম তফসিল তিনটি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন ব্যবস্থা।

অষ্টম তফসিল সংবিধান স্বীকৃত ২২টি ভারতীয় ভাষার নামের তালিকা।

নবম তফসিল প্রথম সংবিধান সংশোধনী আইন, (১৯৫১) বলে এই তালিকার সৃষ্ট। ভূমি সংস্কার, জমিদারী প্রথার বিলোপ, রেলওয়ে, শিল্প সম্পর্কিত বিভিন্ন আইন ও নির্দেশ অন্তর্ভুক্ত।

দশম তফসিল ৫২-তম সংবিধান সংশোধনী আইন (১৯৮৫) বলে এই তালিকার সৃষ্ট। দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত ধারার ব্যবস্থা।

একাদশ তফসিল ৭৩-তম সংবিধান সংশোধনী আইন (১৯৯২) বলে এই তালিকার সৃষ্ট। এতে পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন ধারা রয়েছে।

দ্বাদশ তফসিল ১৯৯২ সালের ৭৪তম সংবিধান সংশোধনী আইন দ্বারা এই তালিকার সৃষ্টি। নগরপালিকা বা পৌরসভা সম্পর্কিত বিষয় এতে অন্তর্ভুক্ত হয়েছে।
১২টি তফসিল PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন 

File Details ::

File Name:  ভারতীয় সংবিধানের ১২টি তফসিল

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  111 KB 


No comments:

Post a Comment