WBPSC Clerkship Practice Set-1 In Bengali || ক্লার্কশিপ প্র্যাকটিস সেট PDF
ডিয়ার স্টুডেন্ট,
যারা WBPSC Clerkship পরীক্ষার জন্য আবেদন করেছো তোমাদের জন্য আজকে আমরা হাজির হয়েছি PSC Clerkship Practice Set-1 এই পোস্টটি নিয়ে। যে পোস্টটি তোমাদের এই পরীক্ষার প্রস্তুতি নিতে দারুন ভাবে কাজে আসবে। আমরা এই প্র্যাকটিস সেটটি সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যার মধ্যে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী আমরা ১০টি জেনারেল স্টাডিজ, ১০টি ইংরেজি এবং ১০টি গনিত প্রশ্ন উত্তর দিয়েছি।
তাই আর দেরি না করে অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন গুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও এবং পারলে PDF-টি সংগ্রহ করেও প্র্যাকটিস করতে পারো।
WBPSC Clerkship Practice Set-1
01. নিম্নের কোন দেশ সবচেয়ে বেশিবার ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে ?
[A] অস্ট্রেলিয়া
[B] ভারত
[C] শ্রীলঙ্কা
[D] ওয়েস্ট ইন্ডিজ
02. চন্দ্রযান 2 - মহাকাশযান উৎক্ষেপিত হয়েছিল ?
[A] থুম্বা ইকুইটোরিয়াল রকেট লঞ্চ স্টেশন
[B] সতীশ ধাওয়ান স্পেস সেন্টার
[C] ইউ আর রাও স্পেস সেন্টার
[D] ইউ আর রাও স্পেস স্টেশন
03. লোকসভার সভাপতিত্ব করেন কে ?
[A] প্রধানমন্ত্রী
[B] রাষ্ট্রপতি
[C] উপ-রাষ্ট্রপতি
[D] স্পিকার
04. মুঘল আমলে সরকারী ভাষা কি ছিল ?
[A] আরবি
[B] ফরাসী
[C] সংস্কৃত
[D] উর্দু
05. নিম্নের কোনটি গাড়ির দূরত্ব পরিমাপ করতে সক্ষম ?
[A] ব্যারোমিটার
[B] এপিগ্রাফ
[C] সিসমোগ্রাফ
[D] ওডোগ্রাফ
06. প্রথম ভারতীয় কমার্শিয়াল মহিলা পাইলট ছিলেন ?
[A] নেহা শর্মা
[B] ববিতা সাভারকর
[C] দূর্বা ব্যানার্জী
[D] হেম দেবী
07. ভারতের শেক্সপিয়র কাকে বলা হয়ে থাকে ?
[A] কালিদাস
[B] শুদ্রক
[C] জয়দেব
[D] ভারতচন্দ্র রায়গুনাকর
08. মহাভারতের যুদ্ধ কোন দুই পক্ষের মধ্যে হয় ?
[A] কৌরব ও পাণ্ডব
[B] কুরু ও কোশল
[C] পাণ্ডব ও ক্ষত্রিয়
[D] ক্ষত্রিয় ও কৌরব
09. ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানী লাভ করে-
[A] 1764 সালে
[B] 1765 সালে
[C] 1766 সালে
[D] 1763 সালে
10. চিংড়ির রেচন অঙ্গের নাম কী ?
[A] সংকোচী গহ্বর
[B] সবুজ গ্রন্থি
[C] রেনেট কোষ
[D] ফ্লেম কোষ
11. I asked the slow worker to get a move _____.
[A] out
[B] forward
[C] on
[D] full
12. A piece writing done by hand is called a - .
[A] script
[B] copy
[C] manuscript
[D] essay
13. walk slowly lest you _____ fall.
[A] would
[B] should
[C] must
[D] could
14. Bread and butter ____ my favourite food.
[A] is
[B] are
[C] has
[D] mine
15. "Transform" means -
[A] create
[B] change
[C] consider
[D] contact
16. The two boys _____ but soon become friends again.
[A] away
[B] forward
[C] on
[D] out
17. He hinted _______ some loss treasure.
[A] of
[B] for
[C] with
[D] at
18. Basu is blind ______ the left eye.
[A] is
[B] of
[C] at
[D] by
19. Hand and glove means.
[A] arrogance
[B] enemy
[C] maintain a distance
[D] intimate terms
20. (At his wits end) , he turned to his old trade.
[A] Overjoyed
[B] After careful thinking
[C] Confidently
[D] Not knowing what to do
21. কোনো সামন্তরিকের কর্ণ দুটি যথাক্রমে 3 সেমি ও 4 সেমি।তারা সমকোণে সমদ্বিখণ্ডিত।সামন্তরিকের বাহুগুলির মান কত ?
[A] 3.5
[B] 2.5
[C] 3
[D] 2
22. 65 এবং কোন সংখ্যার অনুপাত 13 এবং 6 এর অনুপাতের সমান হবে ?
[A] 30
[B] 50
[C] 40
[D] 60
23. তিনটি সংখ্যার অনুপাত 2:3:6 এবং তাদের ল.সা.গু. 72;তাহলে তাদের গ.সা.গু. হবে -
[A] 18
[B] 24
[C] 12
[D] 36
24. কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অন্তর 75 সেমি. হলে তার ক্ষেত্রফল কত বর্গসেমি ?
[A] 965
[B] 960
[C] 967
[D] 962.5
25. কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 1305,4665 এবং 6905 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে ?
[A] 1120
[B] 1123
[C] 1110
[D] 1125
26. কয়লার মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার কয়লার ব্যবহার শতকরা কি পরিমান কমালে মোট খরচ অপরিবর্তিত থাকবে ?
[A] 22%
[B] 24%
[C] 20%
[D] 23%
27. দুটি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু. যথাক্রমে 9 এবং 270;একটি সংখ্যা 54 হলে,অপরটি কত ?
[A] 40
[B] 45
[C] 50
[D] 55
28. একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 14 সেমি এবং উচ্চতা 5 সেমি হলে উহার ক্ষেত্রফল কত হবে ?
[A] 35 বর্গসেমি
[B] 36 বর্গসেমি
[C] 38 বর্গসেমি
[D] 37 বর্গসেমি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment