Breaking




Tuesday 15 November 2022

সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানের আবিস্কারক ও সাল PDF

 সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানের আবিস্কারক ও সাল PDF || Indus Civilization In Bengali PDF

সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানের আবিস্কারক ও সাল PDF
সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানের আবিস্কারক ও সাল PDF 
প্রিয় ছাত্রছাত্রী ......
তোমাদের আজ আমরা সিন্ধু সভ্যতার একটি দারুন উপযোগী পোস্ট শেয়ার করছি। আমরা আজ সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানের আবিস্কারক ও সাল তালিকা PDF-টি দিচ্ছি। যে পোস্টটি তোমাদের সিন্ধু সভ্যতার কিছু উল্লেখযোগ্য এবং অজানা তথ্য গুলি সম্পর্কে ধারনা দেবে। 
তোমরা অবশ্যই যারা এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ে রাখবে কারন ইতিহাস বিষয়ে এই সিন্ধু সভ্যতা সম্পর্কে প্রায় বেশিরভাগ পরীক্ষায় একটা হলেও প্রশ্ন থাকে, তাই তোমাদের এই সিন্ধু সভ্যতা সম্পর্কে সম্পূর্ণ ধারনা থাকা খবি দরকার। 
তাই তোমাদের সহযোগিতার জন্য আমরা আজ এই পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাই আসো কোনো রকম সময় নষ্ট না করে তাড়াতাড়ি পোস্টটি পড়ে নাও। 

সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানের আবিস্কারক ও সাল

হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন ?
➡️ দয়ারাম সাহানি, ১৯২১ সালে 

 মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন ?
➡️ রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ১৯২২ সালে 

 সুতকাজেন্দর সভ্যতা কে আবিষ্কার করেন ?
➡️ স্টেইন, ১৯২৯ সালে 

 চান-হু-দারো সভ্যতা কে আবিষ্কার করেন ?
➡️ এন.জি. মজুমদার, ১৯৩১ সালে 

 আমরি সভ্যতা কে আবিষ্কার করেন ?
➡️ এন.জি. মজুমদার, ১৯৩৫ সালে 

 কোটদিজি সভ্যতা কে আবিষ্কার করেন ?
➡️ ঘুরে, ১৯৩৫ সালে 

 কালিবঙ্গান সভ্যতা কে আবিষ্কার করেন ?
➡️ অমলান্দ ঘোষ, ১৯৫৩ সালে 

 লোথাল সভ্যতা কে আবিষ্কার করেন ?
➡️ আর. রাও, ১৯৫৩ সালে 

 রাখীগঢ়ী সভ্যতা কে আবিষ্কার করেন ?
➡️ বসন্ত সিঁদে, ১৯৬৩ সালে 

 সুরকোটজা সভ্যতা কে আবিষ্কার করেন ?
➡️ জে.পি. যোশী, ১৯৬৪ সালে 

 ধোলাভিরা সভ্যতা কে আবিষ্কার করেন ?
➡️ জে.পি. যোশী, ১৯৬৭-৬৮ সালে 
 
 বনওয়ালি সভ্যতা কে আবিষ্কার করেন ?
➡️ আর.এস. বিস্ত, ১৯৭৪ সালে 

 মেহেরগড় সভ্যতা সভ্যতা কে আবিষ্কার করেন ?
➡️ জাঁ ফ্রান্সোয়া জারিজ, ১৯৭৪ সালে 

সিন্ধু সভ্যতার  PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name: সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানের আবিস্কারক ও সাল

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  104 KB


No comments:

Post a Comment