Breaking




Saturday, 15 June 2024

একনজরে ১০ জন শিখ গুরু তালিকা PDF | List of 10 Sikh Gurus PDF

 একনজরে ১০ জন শিখ গুরু তালিকা PDF | List of 10 Sikh Gurus PDF

একনজরে ১০ জন শিখ গুরু তালিকা PDF || List of 10 Sikh Gurus PDF
একনজরে ১০ জন শিখ গুরু তালিকা PDF || List of 10 Sikh Gurus PDF
সুপ্রিয় স্টুডেন্টস,
তোমাদের সঙ্গে আজ আমরা শেয়ার করছি ১০জন শিখ গুরু তালিকা PDF-টি যে PDF-টিতে শিখ গুরুদের সমস্থ জীবন কাহিনী সংক্ষিপ্ত আকারে দেওয়া হল। যে পোস্টটি পড়লে তোমাদের শিখ গুরুদের সম্পর্কে সম্পূর্ণ একটি ধারনা তৈরি হয়ে যাবে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি নীচে দেওয়া তথ্য গুলি মনোযোগ সহকারে পড়া শুরু করে দাও এবং পারলে PDF-টি সংগ্রহ করে রাখতে পারো। 

একনজরে ১০জন শিখ গুরু

প্রথম শিখগুরু: গুরু নানক 
✪ জীবনকাল- ১৫ই এপ্রিল, ১৪৬৯-২২শে সেপ্টেম্বর,১৫৩৯ 
✪ গুরুপদ অর্জন করেন- ২০শে আগস্ট, ১৫০৭ 
❏ পিতা-মেহেতা কালু ও মাতা-তৃপ্তা 
❏ তিনিই হলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা 
❏ জন্ম পাঞ্জাবের তালবন্দী গ্রামে 
❏ তাঁর সমস্ত বাণী ও কথা "গুরু গ্রন্থসাহেব"-এ বর্ণিত ও সংরক্ষিত আছে
দ্বিতীয় শিখগুরু: অঙ্গদ দেব 
✪ জীবনকাল- ৩১শে মার্চ, ১৫০৪-২৯শে মার্চ, ১৫৫২ 
✪ গুরুপদ অর্জন করেন-৭ই সেপ্টেম্বর, ১৫৩৯ 
❏ তিনি 'গুরুমুখি লিপি' আবিষ্কার করেন 
❏ তিনি নানকের বাণী ও উপদেশসমূহ লিপিবদ্ধ করেন
তৃতীয় শিখগুরু: অমর দাস 
✪ জীবনকাল- ৫ই মে, ১৪৭৯-১লা সেপ্টেম্বর, ১৫৭৪ 
✪ গুরুপদ অর্জন করেন-২৬শে মার্চ, ১৫৫২ 
❏ শিখ ধর্মকে ২২টি ভাগে ভাগ করেন 
❏ এই ভাগ গুলিকে বলা হয় "মঞ্চিম" 
❏ লঙ্গর ব্যবস্থা চালু করেন 
❏ সতী ও পর্দা প্রথার বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেছিলেন
চতুর্থ শিখগুরু: রামদাস 
✪ জীবনকাল- ২৪শে সেপ্টেম্বর, ১৫৩৪- ১লা সেপ্টেম্বর, ১৫৮১ 
✪ গুরুপদ অর্জন করেন- ১লা সেপ্টেম্বর, ১৫৭৪ 
❏ তার বাবা ছিলেন হরি দাস ও তার মা অনুপ দেবী( দয়া কৌর) 
❏ লাহোরের চুনা মান্ডিতে জন্ম গ্রহণ করেন 
❏ গুরু রাম দাসের শ্বশুর ছিলেন গুরু অমর দাস, যিনি ছিলেন দশ গুরুর তৃতীয় গুরু।
❏ তিনি হরি মন্দিরের প্রতিষ্ঠা করেন 
❏ ১৫৭৭ সালে পাঞ্জাবের অমৃতসরে সরোবর খনন করেন
পঞ্চম শিখগুরু: অর্জন দেব 
✪ জীবনকাল- ১৫ই এপ্রিল, ১৫৬৩-৩০শে মে, ১৬০৬ 
✪ গুরুপদ অর্জন করেন- ১লা সেপ্টেম্বর, ১৫৮১ 
❏ পিতা-গুরু রামদাস ও মাতা-ভানি 
❏ তিনি একাদশ তথা বর্তমান শিখ গুরু গুরু গ্রন্থসাহেবের রচনা সংকলন করেছিলেন 
❏ তিনি অমৃতসর শহরের নির্মাণকার্য সম্পূর্ণ করেন 
❏ গুরু অর্জন মসন্দ নামে একটি প্রতিনিধি দল গঠন করেছিলেন 
❏ তিনি দসভন্দ প্রথাও চালু করেন 
❏ দরবার সাহেব স্বর্ণমন্দির নির্মান করেন 
❏ এই সময় থেকে গুরুপদ বংশানুক্রমিক হয় 
❏ বিদ্রোহী রাজপুত্র খসরুকে সাহায্যের অভিযোগে জাহাঙ্গীর অর্জনদেবকে প্রাণদন্ড দেন
ষষ্ঠ শিখগুরু: হরগোবিন্দ 
✪ জীবনকাল- ১৯শে জুন, ১৫৯৫-২৮শে ফেব্রুয়ারি, ১৬৪৪ 
✪ গুরুপদ অর্জন করেন- ২৫শে মে, ১৬০৬ 
❏ পিতা- গুরু অর্জন দেব মাতা- গঙ্গা 
❏ মুঘল সম্রাট জাহাঙ্গীর দ্বারা তার বাবা, গুরু অর্জনের মৃত্যুদন্ড হবার পর মাত্র ১১ বছর বয়সে তিনি গুরুপদ লাভ করেন 
❏ "সাচ্চা বাদশাহ" উপাধী গ্রহণ করেছিলেন 
❏ তিনি অকাত তকত গঠন করেন
সপ্তম শিখগুরু: হর রায় 
✪ জীবনকাল- ১৬শে জানুয়ারি, ১৬৩০- ৬ই অক্টোবর, ১৬৬১ 
✪ গুরুপদ অর্জন করেন- ৩রা মার্চ, ১৬৪৪ 
❏ শাহজাহানের পুত্র দারার পক্ষ অবলম্বন করায় ঔরঙ্গজেব তাকে মৃত্যুদন্ড দেয়
অষ্টম শিখগুরু: হরকিষন 
✪ জীবনকাল- ৭ই জুলাই, ১৬৫৬- ৩০শে মার্চ, ১৬৬৪ 
✪ গুরুপদ অর্জন করেন- ৬ই অক্টোবর, ১৬৬১
নবম শিখগুরু: তেগবাহাদুর 
✪ জীবনকাল- ১লা এপ্রিল, ১৬২১- ১১ই নভেম্বর, ১৬৭৫ 
✪ গুরুপদ অর্জন করেন- ২০শে মার্চ, ১৬৬৫ 
❏ ইসলাম ধর্ম গ্রহণ না করায় ঔরঙ্গজেব তাকে হত্যার আদেশ দেয়
দশম শিখগুরু: গোবিন্দ সিংহ 
✪ জীবনকাল- ২২শে ডিসেম্বর, ১৬৬৬- ৭ই অক্টোবর, ১৭০৮ 
✪ গুরুপদ অর্জন করেন- ১১ই নভেম্বর, ১৬৭৫ 
❏ তিনি বর্তমান ভারতের বিহার রাজ্যের পাটনা শহরে জন্মগ্রহণ করেন 
❏ তিনি ছিলেন শিখ জাতির নেতা, যোদ্ধা, কবি ও দার্শনিক 
❏ "অমৃত পন্থল" পদ্ধতির প্রচলন করেন 
❏ ১৬৯৯ সালে "খালসা বাহিনী" গঠন করে শিখদের সামরিক জাতিতে পরিনত করেন 
❏ ১৭০৮ সালের ৭ অক্টোবর তিনি শিখধর্মের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবকে শিখদের পরবর্তী এবং চিরস্থায়ী গুরু ঘোষণা করেন।

১০জন শিখ গুরুর  PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: একনজরে ১০জন শিখ গুরু

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  164 KB

Download Link :    


No comments:

Post a Comment