কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে তালিকা PDF
ডিয়ার স্টুডেন্টস,
তোমাদের সঙ্গে শেয়ার করছি বিভিন্ন শব্দের উৎস তালিকা PDF-টি। তোমাদের এখন কাজ হবে এই পোস্টটি একবার হলেও চোখ বুলিয়ে রাখা। কারন এই পোস্টটি সমস্থ রকম পরীক্ষার জন্য খুবি উপযোগী বিশেষ করে প্রাইমারি টেট জন্য টো খুবি উপযোগী।
আমরা এই পোস্টটি খুবি যত্ন সহকারে তোমাদের সঙ্গে দুটি ফরম্যাটে তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটি হল প্রশ্ন আকারে আমরা দেবো যাতে করে তোমাদের এই টপিকের প্রশ্নের ধরন সম্পর্কে ধারনা আসে এবং সবার নীচে এই পোস্টের তালিকাটি PDF আকারেও দেবো যাতে তোমাদের পরবর্তী সময়ে অফলাইনে এবং তাড়াতাড়ির সময় পড়তে সুবিধা হয়।
আসো আর কোনো রকম ভাবনাচিন্তা না করে পোস্টটি মনোযোগ সহকারে জেনে নেওয়া যাক।
কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে
🛖"লুঙ্গি" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: বর্মী
🛖'চিঠি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: হিন্দি
🛖"কাঁচি" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: তুর্কি
🛖"ম্যালেরিয়া" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: ইতালি
🛖"দরজা" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: ফারসি
🛖"জানালা" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: ফারসি
🛖"বারান্দা" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: ফারসি
🛖"জান্নাত" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: আরবি
🛖"জাহান্নাম" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: আরবি
🛖"তারিখ" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: ফারসি
🛖"হাটবাজার" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: বাংলা ও ফারসি
🛖"কুলি" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: তুর্কি
🛖"সাবান" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: পর্তুগিজ
🛖"রিকশা" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: জাপানি
🛖"চকলেট" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: মেক্সিকো
🛖"চিনি" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: চীনা
🛖"লিচু" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: চীনা
🛖"হরতন" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: ওলন্দাজ
🛖"কুঁড়ি" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: কোরক
🛖"চাবি" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: পর্তুগিজ
🛖"চকমক" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: তুর্কি
🛖"বেহেশত" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: ফারসি
🛖"কলম" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: আরবি
🛖"কার্তুজ" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: ফারসি
🛖"ফেরেশতা" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: ফারসি
🛖"আনারস" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: পর্তুগিজ
🛖"হরতাল" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: গুজরাটি
🛖"লুচি" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: চীনা
🛖"বাবুর্চি" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: তুর্কি
🛖"মর্সিয়া" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: আরবি
🛖"রেস্তোরাঁ" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: ফারসি
🛖"চানাচুর" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: হিন্দি
🛖"চা" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: চীনা
🛖"হাঙ্গামা" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: ফারসি
🛖"জানালা" শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans :: পর্তুগিজ
বিভিন্ন ভাষার উৎস পোস্টটি PDF আকারে সংগ্রহ করতে নীচের Download Now লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: কোন শব্দ কোন ভাষা থেকে এসেছে
File Format: PDF
No. of Pages: 02
File Size: 110 KB
No comments:
Post a Comment