Breaking




Sunday, 30 June 2024

SSC MTS Recruitment Notification 2024 :: ৮৩২৬ শূন্যপদে MTS ও Havaldar নিয়োগ 2024

SSC MTS Recruitment Notification 2024 :: ৮৩২৬ শূন্যপদে MTS ও Havaldar নিয়োগ 2024

৮৩২৬ শূন্যপদে MTS ও Havaldar নিয়োগ 2024
৮৩২৬ শূন্যপদে MTS ও Havaldar নিয়োগ 2024
নমস্কার বন্ধুরা,
আজকে আমরা তোমাদের চাকরির পরীক্ষার দারুন একটি খবর নিয়ে হাজির হয়েছি, যে খবরটি দেখার পর তোমাদের মন দারুন খুশি হয়ে যাবে। গত ২৭শে জুন ২০২৪ তারিখে SSC বোর্ডের পক্ষে থেকে MTS ও Havaldar পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আমরা আজকে সেই বিজ্ঞপ্তির সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তোমাদের জন্য নিয়ে হাজির হলাম। 
তোমরা যারা এই চাকরির খবরটিতে আগ্রহী আছো অবশ্যই নীচে দেওয়া প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখে নাও এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দাও। 

পদের নাম ::  
  • মাল্টি টাস্কিং স্টাফ (MTS)
  • হাবলদার (Havaldar)
মোট শূন্যপদ :: 

মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) ৪৮৮৭
CBIC এবং CBN-এ হাভালদার ৩৪৩৯
মোট ৮৩২৬

শিক্ষাগত যোগ্যতা :: আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।

বয়সসীমা :: আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি :: প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

আবেদন করার প্রক্রিয়া :: 
  1. প্রার্থীদের SSC মাল্টি টাস্কিং স্টাফ 2024-এর জন্য নীচের লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।
  2. SSC MTS অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করুন এবং আপনার বিবরণ পূরণ করুন।
  3. আপনি একটি অনলাইন আবেদন রেজিস্ট্রেশন নম্বর এবং একটি পাসওয়ার্ড পাবেন।
  4. রেজিস্ট্রেশন নম্বর এবং একটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
  5. আপনার ব্যক্তিগত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা লিখুন।
  6. প্রয়োজনীয় JPG/JPEG মাত্রায় আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করুন।
  7. অবশেষে, প্রযোজ্য হলে আবেদন ফি প্রদান করুন।
আবেদন করার ডিরেক্ট লিংক :: Click Here

আবেদন মূল্য :: Gen & OBC দের আবেদন মূল্য ১০ড টাকা, তবে এসসি, এসটি ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম টাকা লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ :: 

আবেদন শুরু ২৭শে জুন ২০২৪
আবেদন শেষ ৩১শে জুলাই ২০২৪

গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল ওয়েবসাইট  Click Here
অফিশিয়াল নোটিশ  Click Here
টেলিগ্রাম চ্যানেল লিংক Click Here

No comments:

Post a Comment