Breaking




Monday 10 October 2022

ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসের জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২

ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসের জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২

ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসের জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২
 ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসের জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২
ডিয়ার চাকরী পার্থী .....
আজ আমরা India Security Press-এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়। আমরা আজ সেই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ ভাবেই আলোচনা করবো। আমরা আলোচনা করবো কীভাবে আবেদন করতে হবে, কিরকম বেতন পাবে প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য গুলির সম্পর্কে। তোমরা অবশ্যই নীচের দেওয়া তথ্য গুলি মনোযোগ সহকারে পড়ো এবং যদি উক্ত বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চাও নীচে উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করে দাও। 

 ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসের জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ

পদের নাম ➺ জুনিয়র টেকনিশিয়ান (Junior Technician)

মোট শূন্যপদ ➺ ৮৫টি

কোন বিভাগে কত শূন্যপদ ➺ 

(Technical) SC- 04, ST- 02, OBC- 07, EWS- 03, UR- 14, Total- 30
(Control) SC- 03, ST- 02, OBC- 12, EWS- 04, UR- 17, Total- 38
(Tech Support-Design) SC- 00, ST- 00, OBC- 00, EWS- 00, UR- 02, Total- 02
(Machine Shop) SC- 00, ST- 00, OBC- 00, EWS- 00, UR- 04, Total- 04
(Electrical) SC- 00, ST- 00, OBC- 00, EWS- 00, UR- 02, Total- 02
(Electronic) SC- 00, ST- 00, OBC- 00, EWS- 00, UR- 02, Total- 02
(Store) SC- 00, ST- 00, OBC- 00, EWS- 00, UR- 02, Total- 02
(CSD) SC- 00, ST- 00, OBC- 01, EWS- 00, UR- 04, Total- 05

শিক্ষাগত যোগ্যতা ➺ 
কন্ট্রোল পদ ব্যাতিত সকল পদ গুলির জন্য যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স। 
কন্ট্রোল পদটির জন্য প্রিন্টিং টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকতে হবে। 

বয়সসীমা ➺ প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC, ST দের জন্য ৫ বছর, OBC-দের জন্য ৩ বছর এবং PwBD-দের জন্য ১০ বছর পর্যন্ত ছাড় আছে। 

মাসিক বেতন ➺ ১৮,৭৮০ টাকা থেকে ৬৭,৩৯০ টাকা পর্যন্ত। 

আবেদন শুরু ➺ ৮ই অক্টোবর ২০২২
আবেদন শেষ ➺ ৮ই নভেম্বর ২০২২

আবেদন পদ্ধতি ➺ প্রার্থীকে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

নিয়োগ পদ্ধতি ➺ প্রার্থীদের নিয়োগ করা হবে অনলাইন টেস্টের মাধ্যমে। 
আবেদন মুল্য ➺ আবেদন মুল্য ধার্য করা হয়েছে UR/ OBC/ EWS প্রার্থীদের জন্য ৬০০ টাকা। এবং ST/ SC/ PWBD প্রার্থীদের জন্য ২০০ টাকা।  

Official  Link
অফিশিয়াল নোটিফিকেশন Download
আবেদন করার লিঙ্ক Click Here

No comments:

Post a Comment