SSC CGL পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ || SSC CGL Recruitment 2022 In Bengali
![]() |
SSC CGL পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ || SSC CGL Recruitment 2022 In Bengali |
ডিয়ার চাকরীপার্থী ......
স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে গত ১৭ই সেপ্টেম্বর CGL পরীক্ষার একটি বিজ্ঞপ্তি বের করা হয়। যে বিজ্ঞপ্তির মধ্যে আসংখ্য শূন্যপদে গ্রুপ-বি এবং গ্রুপ-সি পদে নিয়োগ করা হবে। আমরা নীচের প্রতিবেদনটির মধ্যে উক্ত বিজ্ঞপ্তির সমস্থ কিছু তথ্য সহজ এবং সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম।
তোমরা অবশ্যই সম্পূর্ণ তথ্য গুলি মনোযোগ সহকারে পড়ো এবং আবেদন করা শুরু করে দাও।
SSC CGL Recruitment 2022
পদের নাম ➺ CGL Group-B & Group-C
Group-B পদের তালিকাঃ
গ্রুপ- ১
পদের নামঃ
০১. অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার,
০২. অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার
মাসিক বেতনঃ ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা।
বয়সসীমাঃ এইসব পদগুলিতে আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।
যোগ্যতাঃ যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে চাটার্ড একাউন্টেন্ট/ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী।
গ্রুপ- ২
পদের নাম:
০৩. অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (সেন্ট্রাল সেক্রেটারিয়াট সার্ভিস, (Group- Group- B)
০৪. অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (ইন্টেলিজেন্স ব্যুরো, Group- B)
০৫. অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (মিনিস্ট্রি অফ রেলওয়ে, Group- B)
০৬. অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, Group- B)
০৭. অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (AFHQ, Group- B)
০৮. অ্যাসিস্ট্যান্ট (মিনিস্ট্রি অফ ইলেক্ট্রনিক এন্ড ইনফরমেশন টেকনোলজি, Group- B)
০৯. অ্যাসিস্ট্যান্ট (আদার মিনিস্ট্রিজ/ ডিপার্টমেন্টস/ অর্গানাইজেশনস, Group- B)
১১. ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ (CBIC, Group- B)
১২. ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার (CBIC, Group- B)
১৩. ইন্সপেক্টর এক্সামিনার (CBIC, Group- B)
১৪. অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার (ডাইরেক্টোরেট অফ এনফোর্সমেন্ট, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, Group- B)
১৫. সাব ইন্সপেক্টর (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, Group- B)
১৬. ইন্সপেক্টর পোস্টস (ডিপার্টমেন্ট অফ পোষ্ট, Group- B)
১৭. ইন্সপেক্টর (সেন্ট্রাল ব্যুরো অফ নারকটিকস, Group- B)
মাসিক বেতনঃ ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।
বয়সসীমাঃ উপরে উল্লেখিত পদগুলির জন্য বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
যোগ্যতাঃ যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই আবেদন করা যাবে।
গ্রুপ- ৩
পদের নামঃ
১৮. অ্যাসিস্ট্যান্ট (আদার মিনিস্ট্রিজ/ ডিপার্টমেন্টস/ অর্গানাইজেশনস, Group- B)
১৯. ডিভিশনাল একাউন্টেন্ট (অফিসেস under C&AG)
২০. সাব ইন্সপেক্টর (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, Group- B)
২১. সাব ইন্সপেক্টর (নারকোটিকস কন্ট্রোল ব্যুরো, Group- B)
২২. জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসার (M/o স্ট্যাটিস্টিকস অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, Group- B)
মাসিক বেতনঃ ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।
বয়সসীমাঃ সিরিয়াল নম্বর ১৮ থেকে ২২ এর পদগুলির ক্ষেত্রে বয়স বিভিন্ন রয়েছে। জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসার পদ বাদে বাকি সবগুলি পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে, এবং জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসার পদের ক্ষেত্রে বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে।
যোগ্যতাঃ জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসারের ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ সঙ্গে উচ্চ মাধ্যমিক স্তরে অংকে অন্তত ৬০ শতাংশ পাশ করে থাকতে হবে। অথবা, স্ট্যাটিস্টিক্স বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
এবং বাকি পদ গুকির ক্ষেত্রে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই আবেদন করা যাবে।
Group-C পদের তালিকাঃ
গ্রুপ- ৪
পদের নাম
১০. ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স (CBDT, Group- C)
২৩. অডিটর (Offices under C&AG, Group- C)
২৪. অডিটর (Offices under CGDA, Group- C)
২৫. অডিটর (Other ministry/ departments, Group- C)
২৬. একাউন্টেন্ট (Offices under C&AG, Group- C)
২৭. একাউন্টেন্ট (কন্ট্রোলার জেনারেল একাউন্টস, Group- C)
২৮. একাউন্টেন্ট/ জুনিয়ার একাউন্টেন্ট (Other ministry/ departments, Group-C)
মাসিক বেতনঃ ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা।
বয়সসীমাঃ সিরিয়াল নম্বর ২৩ থেকে ২৮ এর পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
যোগ্যতাঃ যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই আবেদন করা যাবে।
গ্রুপ- ৫
পদের নামঃ
২৯. পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ সর্টিং অ্যাসিস্ট্যান্ট (ডিপার্টমেন্ট অফ পোস্ট, Group- C)
৩০. সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট/ আপার ডিভিশন ক্লার্ক (Central Govt offices/ ministries other than CSCS cadres, Group- C)
৩১. সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, Group- C)
৩২. ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (CBDT, Group- C)
৩৩. ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (CBIC, Group- C)
৩৪. সাব ইন্সপেক্টর (সেন্ট্রাল ব্যুরো অফ নারকটিকস, Group-C),
৩৫. আপার ডিভিশন ক্লার্ক (বর্ডার রোড অর্গানাইজেশন, Group- C)
মাসিক বেতনঃ ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।
বয়সসীমাঃ সিরিয়াল নম্বর ২৯ থেকে ৩৫ এর পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
যোগ্যতাঃ যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই আবেদন করা যাবে।
আবেদন শুরু ➺ ১৭ই সেপ্টেম্বর ২০২২
আবেদন শেষ ➺ ৮ই অক্টোবর ২০২২
আবেদন মূল্য ➺ জেনারেল ও অবিসি দের জন্য ১০০ টাকার ধার্য করা হয়েছে এবং SC, ST, শারীরিক প্রতিবন্ধি, মহিলা, অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কোনো আবেদন মুল্য লাগবেনা।
আবেদন পদ্ধতি ➺ পার্থীকে ssc.nic.in সাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ➺ Tier-I এবং Tier-II -এই দুটি ধাপে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
Official | Link |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন করার লিঙ্ক | Click Here |
No comments:
Post a Comment