রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি 2022
ডিয়ার চকারী পার্থী ......
গত ১২ই অক্টোবর পশ্চিমবঙ্গ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে থেকে একটি বিজ্ঞপ্তি বের করে যেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ক্লার্ক পদে নিয়োগের কথা বলা আছে। আমরা আজ সেই বিজ্ঞপ্তিটির সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটি প্রতিবেদন তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে প্রতিবেদনটির মধ্যে উক্ত বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্য এবং অফিশিয়াল নোটিশ সহ তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়ো এবং আবেদন করে দাও।
◪ পদের নাম ➺ Retired Contractual Clerk
◪ মোট শূন্যপদ ➺ ৮৪টি
◪ শিক্ষাগত যোগ্যতা ➺
আবেদন কারীকে অবশ্যই Govt. Retired হতে হবে।
- কম্পিউটার কাজের অভিজ্ঞতা এবং ক্লারিকেল কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- প্রার্থীর ফিজিক্যাল ফিট, মেন্টালি এলার্ট ও মেডিকেল ফিটনেস্ট সার্টিফিকেট করা থাকতে হবে।
◪ বয়সসীমা ➺ আবেদন কারীর বয়স সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে।
◪ মাসিক বেতন ➺ ১০,০০০ টাকা
আবেদন শুরু ➺ ১২ই অক্টোবর ২০২২
আবেদন শেষ ➺ ১৪ই নভেম্বর ২০২২
◪ আবেদন পদ্ধতি ➺ আবেদন কারীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
◪ আবেদন করার ঠিকানা ➺ Office of the District Magistrate and Collector, Murshidabad Cantonment Road, P.O & P S- Berhampure, Dist-Murshidabad, Pin- 742101 ( Room No-208)
◪ আবেদন কীভাবে করবে ➺
প্রথমে আবেদন পত্রটি প্রিন্টআউট করতে হবে, তারপর সঠিক ভাবে আবেদন পত্রটি পূর্ণ করতে হবে। পূর্ণ করার পর অফিশিয়াল নোটিশে যে সমস্থ ডকুমেন্ট গুলি দেবার কথা বলা আছে সেই সমস্থ ডকুমেন্ট গুলি আবেদন প্রত্রের সঙ্গে দিতে হবে।
সেই পূর্ণ আবেদন পত্রটি সহ সকল ডকুমেন্ট গুলি ভালো ভাবে ভাঁজ করে একটি খামের মধ্যে দিয়ে উপরের উল্লেখিত ঠিকানায় সঠিক সময়ের মধ্যে পাঠিয়ে দিয়ে হবে।
◪ গুরুত্বপূর্ণ লিঙ্ক ➺
Official | Link |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | Download |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
No comments:
Post a Comment