WB Primary TET Practice Set in Bengali 2022 PDF || প্রাইমারি টেট প্র্যাকটিস সেট পর্ব-০১
ডিয়ার টেট পরীক্ষার্থী ......
তোমাদের টেট পরীক্ষার প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যাবার জন্য আমরা সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক Primary TET Practice Set in Bengali/প্রাইমারি টেট প্র্যাকটিস সেট 2022 -টি দিচ্ছি। এই প্র্যাকটিস সেটটিতে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী এবং উক্ত পরীক্ষার জন্য খুবি গুরুত্বপূর্ণ, বাছাই করা পাঁচটি বিষয়ের প্রশ্ন প্র্যাকটিস সেট আকারে দেওয়া হচ্ছে।
তোমরা অবশ্যই এই প্র্যাকটিস সেটটি ভালোভাবে প্র্যাকটিস করো কারন তোমরা যত এই সমস্থ প্র্যাকটিস সেট গুলি প্র্যাকটিস করবে তত তোমাদের উক্ত পরীক্ষার জন্য সঠিক ভাবে প্রস্তুতি নেওয়া হবে।
আমরা নীচে নমুনা আকারে প্রতিটি টপিক থেকে কিছু কিছু প্রশ্ন দিলাম এবং PDF-টিতে সম্পূর্ণ ১৫০ নম্বরের প্র্যাকটিসটি দিলাম। তোমরা প্রথমে PDF-টি সংগ্রহ করবে তারপর মনোযোগ সহকারে সম্পূর্ণ প্র্যাকটিস সেটটি প্র্যাকটিস করবে।
পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্র্যাকটিস সেট
শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব
০১. যে স্তরে শিশুরা বস্তু ও ঘটনা সম্পর্কে যুক্তিগ্রাহ্য ভাবে ভাবতে শুরু করে ?
[A] Pre-Operational
[B] Concrete Operational ✅
[C] Sensori Motor
[D] Formal Operational
০২. উত্তম শিখনের জন্য প্রয়োজন -
[A] অর্থপূর্ণ শিখন
[B] সবিরাম শিখন
[C] শিখন বিষয়টিকে লিখিতভাবে উপস্থাপন
[D] সবকটি ✅
০৩. লেখাপড়ায় দুর্বল ছাত্র যদি খেলাধুলায় দক্ষতা অর্জন করে, তাহলে তাকে বলা হবে-
[A] Direct Compensation
[B] Over Compensation
[C] Substitute Compensation ✅
[D] Negative Compensation
০৪. NCERT প্রতিষ্ঠিত হয় কত সালে ?
[A] 1952 সালে
[B] 1961 সালে ✅
[C] 1973 সালে
[D] 1984 সালে
০৫. “পরিবর্তনশীল পরিবেশের সমেগ সংগতিবিধানই হল শিক্ষা”—এটি
[A] বস্তুবাদী দর্শনের বক্তব্য
[B] ভাববাদী দর্শনের বক্তব্য
[C] প্রয়োগবাদী দর্শনের বক্তব্য
[D] প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য ✅
০৬. আন্তর্জাতিক বোঝাপড়া হল—
[A] জাতির প্রতি শ্রদ্ধা
[B] জাতীয়তাবোধের বিকাশ
[C] বিশ্বনাগরিকতার ভাব ✅
[D] নিজের দেশের প্রতি চরম টানা
০৭. সহযোগিতার চাহিদা একটি কি ধরনের চাহিদা ?
[A] দৈহিক চাহিদা
[B] মানসিক চাহিদা
[C] প্রাক্ষোভিক চাহিদা
[D] সামাজিক চাহিদা ✅
০৮. কম্পিউটার সহযােগী শিখন হল—
[A] CML
[B] CAP
[C] CAI
[D] CAL ✅
০৯. “চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার লক্ষ্য” এই বক্তব্যটি-
[A] রবীন্দ্রনাথের ✅
[B] গান্ধীজির
[C] বিদ্যাসাগরের
[D] স্বামীজির
১০. কোঠারি কমিশন গঠিত হয় কত সালে ?
[A] 1948-49 সালে
[B] 1952-53 সালে
[C] 1964-66 সালে ✅
[D] 1952-53 সালে
বাংলা (প্রথম ভাষা)
০১. এই গদ্যাংশে বালকদের সরদার কে ছিলেন ?
[A] রামনাথ চক্রবর্তী
[B] ফটিক চক্রবর্তী ✅
[C] ভোলা সিংহ
[D] ফটিক চৌধুরী
০২. বিশ্বম্ভরবাবু ছিলেন-
[A] ফটিক ও মাখনের মামা ✅
[B] ফটিক ও মাখনের দাদু
[C] ফটিক ও মাখনের কাকা
[D] ফটিক ও মাখনের মেসো
০৩. লিখনের মাধ্যমে একজনের চিন্তা
[A] অন্য একজনের মাথায় প্রবেশ করে ✅
[B] তার মাথা থেকে বাইরে আসে
[C] অন্যের সম্পর্কে জ্ঞান লাভ করা যায়
[D] এগুলির কোনোটিই নয়
০৪. শব্দতত্ত্ব আমাদের কি শেখায় ?
[A] কেমন করে শব্দের অর্থ করতে হয়
[B] কেমন করে শব্দ তৈরি করতে হয় ✅
[C] কেমন করে শব্দ উচ্চারণ করতে হয়
[D] কেমন করে বাক্যের অন্তর্গত শব্দের অর্থ খুঁজতে হয়
০৫. ছুটি গল্পটি কার রচনা ?
[A] রবীন্দ্রনাথ ঠাকুর ✅
[B] বলাইচাঁদ মুখোপাধ্যায়
[C] মহাশ্বেতা দেবী
[D] নীরেন্দ্রনাথ চক্রবর্তী
০৬. নিচের কোনটি অশুদ্ধ ?
[A] নবীভূত
[B] দ্রবীভবন
[C] মহত্ব
[D] সত্বা ✅
০৭. এক কথায় প্রকাশ করুন- "সহজে যা ভাঙ্গে। "
[A] ভাঙ্গা
[B] ভগ্ন
[C] ভঙ্গুর ✅
[D] চূর্ণ
০৮. 'আদর' কোন ধরনের শব্দ ?
[A] অর্ধ তৎসম
[B] তদ্ভব ✅
[C] তৎসম
[D] বিদেশি
০৯. "কিছু" কথা তাকে বলেছিলাম। কোন ধরনের সর্বনাম
[A] নির্দেশক সর্বনাম
[B] অনির্দেশক সর্বনাম ✅
[C] প্রশ্ন বাচক সর্বনাম
[D] আত্মবাচক সর্বনাম
১০. "গঙ্গা" হল আদর্শ নদী। কোন ধরনের বিশেষ্য ?
[A] শ্রেণিবাচক বিশেষ্য
[B] সংজ্ঞাবাচক বিশেষ্য ✅
[C] ভাববাচক বিশেষ্য
[D] ক্রিয়াবাচক বিশেষ্য
ইংরেজি (দ্বিতীয় ভাষা)
● Choose the correct alternative :
01. The verb form of ‘cool’ is :
[A] Cooly
[B] Chill ✅
[C] Cold
[D] Icy
02. The verb form ‘blood’ is :
[A] Bleeding
[B] Bleed ✅
[C] Bloody
[D] Bloodful
● Choose the correct antonym of the question word :
03. Attract :
[A] Untract
[B] Distract
[C] Nontract
[D] Repel ✅
04. Trust :
[A] Untrust
[B] Distrust
[C] Intrust
[D] Doubt ✅
05. Find out the misspelt word :
[A] Behaviour
[B] Behabhiour ✅
[C] Courage
[D] Anxiety
06. Find out the misspelt word :
[A] Compannion ✅
[B] Dangerous
[C] Genuine
[D] Cartographer
● Choose the appropriate preposition from the alternatives to fill in the blank.
07. He is unaccustomed ____ smoking.
[A] For
[B] By
[C] Under
[D] To ✅
08. I am fatigued ___ work.
[A] For
[B] By
[C] With ✅
[D] On
09. He was appointed ___ the post of a Liberian.
[A] Against
[B] As
[C] To ✅
[D] For
● Choose the correct active voice of the sentence.
10. The house is being built :
[A] The house is a building
[B] The house is building ✅
[C] The house has built
[D] We are building the house
গণিত
০১. এক ব্যক্তি ১০% ক্ষতিতে একটি বই বিক্রয় করে।বইটি ৫ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ১৫% লাভ হত।বইটির বিক্রয়মূল্য কত -
[A] ১৮ টাকা ✅
[B] ২০ টাকা
[C] ১৫ টাকা
[D] ২২ টাকা
০২. একটি বাইসাইকেল তিনজন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয় এবং প্রত্যেকে ৫% ক্ষতিতে বিক্রয় করে।তৃতীয় ব্যবসায়ীর ক্রয়মূল্য ৬৮৫৯ টাকা হলে,প্রথম ব্যবসায়ী কত টাকায় বাইসাইকেলটি কিনেছিল -
[A] ৬৯০০
[B] ৭০০০
[C] ৮০০০ ✅
[D] ৭৯৫০
০৩. এক ব্যক্তি ৩টাকা মূল্যের ৩০টি কলা কিনলো। ১৬টি কলা ১৫% লাভে এবং বাকি কলা ৩০% লাভে বিক্রয় করায় মোটের ওপর লাভের হার কত -
[A] ৩৩%
[B] ২২% ✅
[C] ১৭%
[D] ৩১%
০৪. কিছু সংখ্যক লোক ১২ দিনে একটি কাজ করে । কিন্তু কাজের শুরুতেই ৮ জন লোক অনুপস্থিত হওয়ায় কাজটি শেষ হয় ২০ দিনে।প্রথমে কতজন লোক ছিল -
[A] ১৮ জন
[B] ২০ জন ✅
[C] ২২ জন
[D] ২৪ জন
০৫. একটি আয়তঘন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১২ মিটার, ৯ মিটার এবং ৮ মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে ?
[A] ১৬ মিটার
[B] ১৭ মিটার ✅
[C] ১৮ মিটার
[D] ২০ মিটার
০৬. একটি কোচিং-এ ৬৬০ জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত ১৩:৯ । কিছুদিন পর ৩০ জন ছাত্রী ও কিছু ছাত্র যোগদান করলে ছাত্র ও ছাত্রীর অনুপাত হয় ৪:৩। কতজন ছাত্র যোগদান করে ?
[A] ১২ জন
[B] ১০ জন ✅
[C] ১৫ জন
[D] ৮ জন
০৭. একটি সংখ্যাকে ১০% কমানো হলে, সংখ্যাটি হয় ৩০,তবে প্রকৃত সংখ্যা টি কত ?
[A] ৩৫
[B] ১০০/৩ ✅
[C] ৬৭/২
[D] ৪০
০৮. ২৫ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত ?
[A] ১৮৭
[B] ২৮৫
[C] ২২৮ ✅
[D] ২৬৫
০৯. মধুর মূল্য ১২% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি ২ কিলোগ্রাম মধু কম পান ৫৬ টাকায়। তবে প্রতি কিলোগ্রাম মধুর প্রকৃত মূল্য কত ?
[A] ২ টাকা
[B] ২.৫ টাকা
[C] ৩ টাকা ✅
[D] ৩.৫ টাকা
১০. আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুন। বাগানের পরিসীমা ৫০ মিটার হলে, ক্ষেত্রফল কত ?
[A] ১০০ বর্গমিটার ✅
[B] ১২০ বর্গমিটার
[C] ১৬০ বর্গমিটার
[D] ১৮০ বর্গমিটার
পরিবেশ বিজ্ঞান
০১. "আরণ্যক" উপন্যাসটির রচয়িতা কে ?
[A] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
[B] রবীন্দ্রনাথ ঠাকুর
[C] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ✅
[D] জীবনানন্দ দাশ
০২. পশ্চিমবঙ্গে গণ্ডার সংরক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
[A] বক্সায়
[B] সুন্দরবনে
[C] জলদাপাড়ায় ✅
[D] গোরুমারায়
০৩. পরিবেশ সংক্রান্ত কোনো বস্তুর গণনাকে কি বলে ?
[A] গ্রিন অ্যাকাউন্ট
[B] গ্রিন এগ্রিকালচার
[C] গ্রিন অ্যাকাউন্টিং ✅
[D] গ্রিন কালচার
০৪. বৃষ্টির অম্লতা মাপার যন্ত্রের নাম কি ?
[A] PH মিটার ✅
[B] অ্যামমিটার
[C] থার্মোমিটার
[D] ব্যারোমিটার
০৫. গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় কবে ?
[A] ১৯৮২ সালে
[B] ১৯৮৬ সালে ✅
[C] ১৯৮৪ সালে
[D] ১৯৮৮ সালে
০৬. তেজস্ক্রিয় প্রথম কে আবিষ্কার করেন ?
[A] টমাস এডিসন
[B] হেনরি বেকারেল ✅
[C] আলেকজান্ডার ফ্লেমিং
[D] আইজ্যাক নিউটন
০৭. বিশ্বের কতভাগ ফসল কীটপতঙ্গ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় ?
[A] ৫ ভাগ
[B] ১০ ভাগ
[C] ১৫ ভাগ
[D] ৩৩ ভাগ ✅
০৮. বিজিনোসিস রোগ দেখা যায় -
[A] কয়লাখনির শ্রমিকদের
[B] বস্ত্র শিল্পের শ্রমিকদের ✅
[C] রাসায়নিক শিল্পের শ্রমিকদের
[D] ইস্পাত শিলের শ্রমিদের
০৯. ম্যালেরিয়া রোগ বিস্তারকারী মশার প্রজাতির নাম কি ?
[A] অ্যাডিস স্পি.
[B] প্লাসমোডিয়াম স্পি.
[C] অ্যানোফিলিস স্পি. ✅
[D] ম্যানসোনিয়া স্পি.
১০. ফাইলেরিয়া কি ঘটিত রোগ ?
[A] কৃমি ✅
[B] ব্যাকটেরিয়া
[C] ভাইরাস
[D] প্রোটোজোয়া
প্র্যাকটিস সেটের PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: প্রাইমারি টেট প্র্যাকটিস সেট পর্ব-০১
File Format: PDF
No. of Pages: 17
File Size: 3 MB
Download Link :
No comments:
Post a Comment