গ্র্যাজুয়েশন পাশে SBI PO নিয়োগ ২০২২ || SBI PO Recruitment Notification 2022
![]() |
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় PO নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২ |
সুপ্রিয় চাকরীপার্থী .... ..
তোমাদের জন্য হাজির হয়েছি একগুচ্ছো শূন্যপদ নিয়ে গ্র্যাজুয়েশন পাশে SBI PO নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ নিয়ে। আমরা নীচের প্রতিবেদনটির মধ্যে উক্ত চাকরীর পরীক্ষায় সম্পূর্ণ তথ্য গুলি। আমরা আলোচনা করবো এই JOB টির বেতন, শূন্যপদ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কীভাবে কি আবেদন করতে হবে প্রভৃতি উল্লেখযোগ্য তথ্য গুলির সম্পর্কে।
তাই তোমরা অবশ্যই খুবি মনোযোগ সহকারে নীচের গুরুত্বপূর্ণ তথ্য গুলি মনোযোগ সহকারে পড়া শুরু করে দাও এবং সেই তথ্য অনুসারে আবেদন করা শুরু করে দাও।
SBI PO নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
❀ পদের নাম ➺ SBI PO (Probationary Officer)
❀ মোট শূন্যপদ ➺ ১৬৭৩ টি
❀ শিক্ষাগত যোগ্যতা ➺ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস করতে হবে।
❀ বয়সসীমা ➺
- ১লা এপ্রিল ২০২২ তারিখ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে।
- তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
❀ মাসিক বেতন ➺ ৪১,৯৬০ টাকা
আবেদন শুরু ➺ ২২শে সেপ্টেম্বর ২০২২
আবেদন শেষ ➺ ১২ই অক্টোবর ২০২২
❀ আবেদন পদ্ধতি ➺ পার্থীকে কেবলমাত্র অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
❀ নিয়োগ পদ্ধতি ➺ পার্থী নির্বাচন হবে প্রিলি, মেন, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এর মাধ্যমে।
❀ আবেদন মুল্য ➺ ৭৫০ টাকা, তবে SC, ST ও PwBD প্রার্থীদের কোনোরকম টাকা লাগবে না।
Official | Link |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন করার লিঙ্ক | Click Here |
No comments:
Post a Comment