Breaking




Wednesday 28 September 2022

উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ডিয়ার চাকরী পার্থী .......
তোমরা যারা সাইন্স বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছো এবং চাকরীর জন্য ছোটোছুটি করছো তোমরা অবশ্যই এই চাকরীর খবরটি পড়ে দেখতে পারো। আমরা আজ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি টির সম্পূর্ণ তথ্য গুলি সম্পর্কে আলোচনা করবো। 
তাই তোমরা একবার হলেও এই পোস্টের সম্পূর্ণ তথ্য গুলি পড়ো এবং যদি আগ্রহী থাকো অবশ্যই আবেদন করে রাখতে পারো। 

পদের নাম ➔ ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician) 

 শূন্যপদ ➔ ১০ টি 
  • UR-3
  • SC-1
  • SC EC-1
  • ST-1
  • UR EC-2
  • OBC-A-1
  • OBC-B-1

 শিক্ষাগত যোগ্যতা ➔  
  • ফিজিক্স/ কেমিস্ট্রি/বায়োলজিক্যাল সাইন্স/ম্যাথমেটিক্সে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
  • মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকতে হবে
  • এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে

 বয়সসীমা ➔ ১লা জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে পার্থীকে ১৯ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

 মাসিক বেতন ➔ ২২,০০০ টাকা

আবেদন শুরু  ➔ ২৮শে সেপ্টেম্বর ২০২২  
আবেদন শেষ  ➔ ২৬শে অক্টেবর ২০২২

 নিয়োগ পদ্ধতি ➔ পার্থী নির্বাচন করা হবে একাডেমী স্কোর, কম্পিউটার টেস্ট এবং ইন্টার্ভিউর মাধ্যমে। 

 আবেদন পদ্ধতি ➔ প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যার লিঙ্ক আমরা দিয়েছি, ঐখানে ক্লিক করে আবেদন করতে হবে। www.purulia.nic.in

বিশেষ ঘোষণা ঃঃ- অফিসিয়াল নোটিশে আরও অন্যান্য পদে নিয়োগের কথা উল্লেখ আছে। তোমরা অবশ্যই অফিসিয়াল নোটিশটি সংগ্রহ করে নাও এবং তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো পদে জন্য আবেদন করে দাও। 

Official  Link
অফিশিয়াল নোটিফিকেশন Download
আবেদন করার লিঙ্ক Click Here

No comments:

Post a Comment